এমন কি আপনারও হয়?

মাথাব্যথা কার নেই? নানা কারণে নানা ধরনের মাথাব্যথায় ভুগি আমরা। মাথাব্যথা আদতে রোজকার বিষয়। তাই মাথাব্যথা নিয়ে মাথা না ঘামিয়ে বিষয়টি সম্পর্কে সচেতন হওয়া এবং সহজভাবে নেওয়াই বুদ্ধিমানের কাজ। ৬-১২ সেপ্টেম্বর ‘মাইগ্রেন ও মাথাব্যথা সচেতনতা সপ্তাহ–২০২০’। এ উপলক্ষে আমাদের সপ্তাহব্যাপী আয়োজনের আজ তৃতীয় দিন। আজ থাকছে মাথাব্যথা নিয়ে একঝাঁক মিম। এতে মাথাব্যথার সঙ্গে বাংলা সিনেমার নামের সম্পর্ক খোঁজার চেষ্টা করা হয়েছে। দেখুন তো, এমনটা আপনার বেলায়ও ঘটে কি না...