এমন বন্ধু তো আমরাও চাই

চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র কোনো দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার ছবি তুলে থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করতে পারেন আপনার নাম, মুঠোফোন নম্বর, ঠিকানাসহ: ektuthamun@prothomalo.com

১.

ছবি: মিঠু দেবনাথ

২.

ছবি: ফরহাদ চৌধুরী, পুরানা পল্টন, ঢাকা

৩.

ছবি: জিএম আবু তালহা, ডুমুরিয়া, খুলনা

৪.

ছবি: সাইমন উদ্দিন

৫.

ছবি: আশরাফুল ইসলাম জুবায়ের, নেত্রকোনা

৬.

ছবি: রুহুল আমিন, ময়মনসিংহ

৭.

ছবি: নাজমুল হাসান
আরও পড়ুন