টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর রিয়াল মাদ্রিদ

একের পর এক প্রত্যাবর্তনের দারুণ সব রোমাঞ্চকর গল্প লিখে চলেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের সাম্প্রতিক পারফরমেন্সের আলোকে কেমন হতে পারে কিছু বিখ্যাত উক্তি?

ছবি: রয়টার্স

১.

আমাকে একজন বেনজে-মা দাও, আমি তোমাদেরকে অনেকগুলো প্রত্যাবর্তনের গল্প দেব।
নেপোলিয়ন বোনাপোর্ট

২.

ঘুমাতে পারি না সারারাত ধরে, বুকের ভেতরটা হাহাকার করে!
জনৈক বিখ্যাত সংগীতশিল্পী ফিচারিং বার্সা ফ্যানস

৩.

আইনস্টাইনকে এক সিটি সমর্থক জিজ্ঞেস করল, ‘আপেক্ষিকতা তত্ত্ব আসলে কী?’

আইনস্টাইন মুচকি হেসে বললেন, ‘কোনো সুন্দরীর হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও মনে হবে যেন মুহূর্তকাল, কিন্তু বার্নাব্যুর নব্বই মিনিটকে...’

আইনস্টাইনকে কথা শেষ করতে না দিয়ে তরুণ সমর্থক বলল, ‘বুঝেছি, স্যার!’

৪.

বার্নাব্যু এবং প্রেমে কোনোকিছুই পরিকল্পনামাফিক হয় না।
হুমায়ূন আহমেদ
ছবি: রিয়াল মাদ্রিদের টুইটার অ্যাকাউন্ট থেকে

৫.

টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর রিয়াল মাদ্রিদ।
ইংরেজি প্রবাদ

৬.

ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
বার্সা সমর্থকদের উদ্দেশে রবীন্দ্রনাথ ঠাকুর
মেসি চলে যাবেন। তাই হতাশ এই বার্সা সমর্থক।
ছবি: এএফপি

৭.

প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও রিয়াল মাদ্রিদধর্মী প্রতিক্রিয়া আছে।
স্যার আইজ্যাক নিউটন