default-image

১.

মশাকে জানো।
(গ্রিক দার্শনিক সক্রেটিসের বাণী অবলম্বনে)

২.

তোমরা আমাকে একটি স্ত্রী মশা দাও, আমি তোমাদের একঝাঁক মশা দেব।
(ফরাসি নেতা নেপোলিয়ন বোনাপার্টের বাণী অবলম্বনে)

৩.

রুটি, মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে, কিন্তু মশারা অনন্ত যৌবনা।
(পারস্যের বহুবিদ্যাজ্ঞ ওমর খৈয়ামের বাণী অবলম্বনে)
default-image

৪.

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মশাদের মাঝে আমি বাঁচিবারে চাই।
(বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী অবলম্বনে)

৫.

মশাকে ধংস করা সম্ভব, কিন্তু পরাজিত করা সম্ভব নয়।
(মার্কিন ঔপন্যাসিক আর্নেস্ট হেমিংওয়ের বাণী অবলম্বনে)

৬.

মশা সেটা নয়, যার কামড় তুমি ঘুমিয়ে ঘুমিয়ে খাও। মশা হলো সেটা, যার কামড় তোমাকে ঘুমাতে দেয় না।
(ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বাণী অবলম্বেন)
default-image

৭.

(মশা) মারো, (মশা) মারা প্র্যাকটিস করো।
(বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের বাণী অবলম্বনে)

৮.

মশারা গোছালো মানুষ পছন্দ করে না, তাদের পছন্দ অগোছালো মানুষ।
(বাংলাদেশি কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের বাণী অবলম্বনে)

৯.

কয়েলের ধোঁয়া যখন ঘরে আসে, মশা তখন জানালা দিয়ে পালায়।
(বাংলা প্রবাদ অবলম্বনে)

১০.

হাজার মশার জন্ম হয় একটি মশার মধ্য দিয়েই।
(চীনা প্রবাদ অবলম্বনে)
বিজ্ঞাপন
একটু থামুন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন