দারোয়ানের বুদ্ধি
জাকির সাহেব বাসার দারোয়ানের হাতে ৫০ টাকা ধরিয়ে দিয়ে বললেন, ‘৪০ টাকা দিয়ে এক হালি ডিম এনে দাও, ১০ টাকা তুমি রেখে দিয়ো।’
দারোয়ান হাসি মুখে টাকাটা নিয়ে বলল, ‘জি, স্যার।’
কিছুক্ষণ পর দারোয়ান একটা চিপস খেতে খেতে খালি হাতে ফিরে এল। জাকির সাহেব বললেন, ‘ডিম কোথায়?’
দারোয়ান বলল, ‘ডিমের হালি ৪২ টাকা। আরও ২ টাকা লাগব।’
কাগজের প্রয়োজন
জরুরি কাজে রবিনের কিছু কাগজ দরকার।
তাই সে খুব ব্যতিব্যস্ত হয়ে মুকুলের রুমে গিয়ে বলল, ‘দোস্ত, একটা জরুরি কাজে কিছু কাগজ দরকার। তোর কাছে পাঁচ পৃষ্ঠা সাদা কাগজ হবে?’
মুকুল বলল, ‘না, মাত্র একটা পৃষ্ঠাই আছে।’
রবিন বলল, ‘তাহলে ওই একটা পৃষ্ঠাই চারটা ফটোকপি করে দে না, প্লিজ!
বাঙালির জবাব
এক বাঙালি সারা দিন ধরে একটি শামুকের গতিপথ পর্যবেক্ষণ করছিলেন।
তাকে দেখে এক আমেরিকান বললেন, ‘এভাবে সময় নষ্ট করা উচিত নয়। সময় সম্পর্কে আরও সচেতন হলে তোমরা আরও উন্নতি করতে পারতে। তখন তোমরা এভাবে সারা দিন বসে বসে শামুকের গতিপথ পর্যবেক্ষণ করলেও সময় নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।’
ওই বাঙালি ভদ্রলোক জবাবে বললেন, ‘তোমাকে কে বলল আমরা সময় নিয়ে দুশ্চিন্তা করি?’
কোচের শিক্ষা
নেটে অনুশীলনের সময় কোচ দেখলেন, কোনো ব্যাটসম্যানই স্পিন বলে ব্যাট করতে পারছে না। তার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল।
খেপে গিয়ে নিজেই ব্যাট হাতে নিয়ে বোলারদের বল করতে বললেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি একটা বলও খেলতে পারলেন না।
এরপর তিনি ব্যাটসম্যানদের উদ্দেশে চেঁচিয়ে বললেন, ‘ঠিক এভাবেই তোমরা ব্যাট করছিলে। এবার যাও, আরও ভালো কিছু করার চেষ্টা করো।’