১ লাখ টাকা, ২০ কেজি চাল ও ১০ কেজি আম দিয়ে মেসিকে কিনতে চায় আর্সেনাল

বার্সেলোনায় থাকছেন না মেসি
ছবি: এএফপি

মেসি বার্সেলোনায় থাকছেন না—এটা জানার পর বিশ্বের প্রায় সব ক্লাবই মেসিকে কেনার ইচ্ছা প্রকাশ করেছে (বাংলাদেশি কোনো ক্লাবও হয়তো মনে মনে চেষ্টা করছে)। যদিও দু–একটা ক্লাব বাদে বাকি সবাই ভালো করেই জানে যে টাকার অভাবে তারা মেসিকে কিনতে পারবে না। তবুও শেষ একটা চেষ্টা তো সবাই করতে চায়। ইংলিশ ক্লাব আর্সেনালও তার ব্যতিক্রম নয়!

এটা নিশ্চয়ই জানেন, ইংলিশ ক্লাব আর্সেনালের একটা বাতিক আছে। তারা বিভিন্ন সময় বিশ্বের প্রায় সব নামীদামি খেলোয়াড়কে একবার না একবার কেনার অভিলাষ ব্যক্ত করেছিল। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে সেটা আর হয়ে ওঠেনি। হবেই বা কীভাবে? ইলিশ মাছ কিনতে গিয়ে কাচকি মাছের দাম বললে হবে? গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, এবারও নাকি আর্সেনাল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করবে। আর সে জন্য তারা বার্সেলোনাকে অফার করবে ১ লাখ টাকা সঙ্গে ২০ কেজি চাল ও ১০ কেজি আম। এ প্রস্তাবে বার্সেলোনা রাজি হবে কি হবে না, সেটায় না গিয়ে আর্সেনালের এ রকম উদ্ভট প্রস্তাব নিয়েই কথা বলা যাক।

ভাই, লজ্জায় বলতে পারছি না। আসলে এখনো ৪ কেজি আমের ঘাটতি আছে। চালেরও কিছু ঘাটতি ছিল। তবে সেটা আমার বউকে বলে আমার ঘর থেকে ব্যবস্থা করে দিয়েছি।

মেসিকে কেনার প্রসঙ্গে ‘একটু থামুন’–এর পক্ষ থেকে ইমোতে আর্সেনালের কোচ আর্তেতাকে ফোন করা হয়েছিল। মেসিকে কিনতে এ রকম উদ্ভট প্রস্তাবের কারণ জানতে চাইলে কোচ বলেন, ‘ভাই রে, পকেটে টাকা না থাকলে কী করব? তা ছাড়া খেলোয়াড় কিনতে এ রকম প্রস্তাব দেওয়া আমাদের ক্লাবের একটা ঐতিহ্য। একসময় ক্রিস্টিয়ানো রোনালদোকে কিনতে আমাদের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার এ রকমই কোনো প্রস্তাব দিয়েছিলেন। চাইলেই তো আমরা আমাদের ক্লাবের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ভুলে যেতে পারি না।’

মেসিকে কেনার ব্যাপারে আর্সেনাল কোচ আর্তেতার বুকে যথেষ্ট বল আছে, বল আছে হাতেও
ছবি: এএফপি

মেসিকে কেনার টাকা, চাল ও আমের ব্যবস্থা হয়েছে কি না, এ প্রসঙ্গে জানতে চাইলে কোচ বলেন, ‘ভাই, লজ্জায় বলতে পারছি না। আসলে এখনো ৪ কেজি আমের ঘাটতি আছে। চালেরও কিছু ঘাটতি ছিল। তবে সেটা আমার বউকে বলে আমার ঘর থেকে ব্যবস্থা করে দিয়েছি। ভাই, বাংলাদেশ থেকে কি কোনোভাবে ৪ কেজি আম পাঠাতে পারবেন? মেসিকে কিনতে পারলে মাঝেমধ্যে বাংলাদেশেও খেলতে পাঠাব। বাকি ৪ কেজি আমের ব্যবস্থা করে দেন না, প্লিজ!’

কোচের এ রকম আবদার শুনে কিছুটা বিব্রতবোধ করেন ‘একটু থামুন’–এর এই প্রতিবেদক। সবকিছু সামলে কোচের কাছে আবারও প্রশ্ন করি, অন্য ক্লাবগুলোর শত শত মিলিয়ন ডলারের প্রস্তাব উপেক্ষা করে আর্সেনালের এ রকম প্রস্তাব বার্সেলোনা রাখতে যাবে কেন? জবাবে কোচ বলেন, ‘আমাদের দলের একটা মোটো আছে। জিরো পার্সেন্ট চান্স, হান্ড্রেড পার্সেন্ট ফেইথ। এই মোটো থেকে উদ্বুদ্ধ হয়েই বারবার ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে আর্সেনাল। বার্সেলোনা না হয় আমাদের কাছে মেসিকে না বেচল; দিন শেষে অন্তত ইতিহাসের খাতায় আর্সেনালের নামটাও তো লেখা থাকবে। লোকে তো বলবে যে একদিন রোনালদোর মতো মেসিকেও আর্সেনাল কিনতে চেয়েছিল!’

মেসির জন্য এই জার্সি বরাদ্দ রেখেছেন আর্তেতা
ছবি: আর্সেনালের টুইটার অ্যাকাউন্ট থেকে

এদিকে আর্সেনালের এ রকম প্রস্তাব দেখে লজ্জায় পড়ে যান দেশের আর্সেনাল সমর্থকগোষ্ঠী। অনেকে নিজের ফেসবুক আইডিও ডিঅ্যাক্টিভেট করে সোশ্যাল মিডিয়া থেকে আত্মগোপনে চলে গেছেন। তবে একটু ব্যতিক্রমী উদ্যোগও দেখা গিয়েছে। কজন সমর্থক মেসিকে কেনার প্রয়োজনীয় টাকা জোগাড় করার জন্য আর্সেনালের হয়ে টাকা ওঠাচ্ছেন। একজন ফেসবুকে একটা পোস্টও দিয়েছেন। পোস্টে বলা হয়, ‘আপনারা সবাই জানেন, আমাদের প্রাণপ্রিয় ক্লাব আর্সেনাল মেসিকে কেনার চেষ্টা করছে। কিন্তু প্রয়োজনীয় টাকা না থাকায় যুগোপযোগী প্রস্তাব দিতে পারছে না। এমতাবস্থায় ক্লাবের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। তাই যে যা পারেন, টাকা দেন। দেখি, কিছু করা যায় কি না। নিচে বিকাশ, নগদ এবং রকেট নম্বর দেওয়া হলো। সবাই টাকা পাঠান, প্লিজ! মেসিকে এবার কিনে ছাড়বই!’