সাতসকালে ব্যাগ নিয়ে বাজারের দিকে হাঁটা দিলেন দবির সাহেব। একটা রিকশা ডেকে বললেন, ‘এই খালি, যাবে? কারওয়ান বাজার।’
রিকশাওয়ালা বলল, ‘১০০ টাকা।’
ভাড়া শুনে দবির সাহেব ভাবলেন, বাজারে হেঁটেই যাবেন। রিকশাওয়ালা আবার জিজ্ঞেস করল, ‘কী স্যার, যাইবেন না?’
দবির সাহেব ঝাঁজাল কণ্ঠে বললেন, ‘লাগবে না আমার রিকশা! যত্তসব! টাকা যেন আকাশ থেকে পড়ে!
বাজারে গিয়ে দবির সাহেব প্রথমে গেলেন পেঁয়াজের দোকানে। দোকানিকে জিজ্ঞেস করলেন, ‘কেজি কত?’
দোকানি হেসে বলল, ‘৭৫ টাকা, স্যার।’
পেঁয়াজের দাম শুনে দবির সাহেব চুপ করে গেলেন।
দোকানি আবার জিজ্ঞেস করল, ‘স্যার, দিমু নাকি পাঁচ কেজি?’
দবির সাহেব ঝাঁজাল কণ্ঠে বললেন, ‘লাগবে না আমার পেঁয়াজ! যত্তসব! টাকা যেন আকাশ থেকে পড়ে!
পেঁয়াজ না কিনে দবির সাহেব গেলেন মুরগির দোকানে। দোকানির সামনে গিয়ে জানতে চাইলেন, ‘মুরগির কেজি কত?’
মুরগিওয়ালা ঝিমুতে ঝিমুতে বলল, ‘৩২০ টাকা, স্যার।’
মুরগির দাম শুনেও চুপ করে গেলেন দবির সাহেব।
মুরগিওয়ালা গা-ঝাড়া দিয়ে উঠে জিজ্ঞেস করল, ‘স্যার, মুরগি কয় কেজি দিমু?’
দবির সাহেব ঝাঁজাল কণ্ঠে বললেন, ‘লাগবে না আমার মুরগি! যত্তসব! টাকা যেন আকাশ থেকে পড়ে!
সব দেখেশুনে দবির সাহেব ভাবলেন, সবকিছুর দাম যখন এভাবে বাড়ছে তার বেতনও বাড়া উচিত। তাই সেদিনই অফিসে বসের রুমে গিয়ে বললেন, ‘স্যার, আমার বেতনটা যদি বাড়াতেন...!’
বস তাঁর কথা শুনলে কি শুনলেন না, বোঝা মুশকিল। তাই আবার জিজ্ঞেস করলেন, ‘স্যার, বেতন কি বাড়ানো যায়?’
বস ঝাঁজাল কণ্ঠে বললেন, ‘লাগবে না আমার আপনাকে! যত্তসব! টাকা যেন আকাশ থেকে পড়ে!