১.
বিল্টু ও গিল্টু দুই বন্ধু। মার্বেল দিয়ে খেলতে খেলতে হুট করেই দৌড় দিল হাসপাতালের দিকে।
বিল্টু হাঁপাতে হাঁপাতে ডাক্তারকে বলল, ‘আমি একটা মার্বেল গিলে ফেলেছি। মার্বেলটা তাড়াতাড়ি বের করে দিন!’
ডাক্তার বললেন, ‘হুম দেখছি, দাঁড়াও। তা তোমার সঙ্গে ও কে? তোমার বড় ভাই?’
এ কথা শুনেই গিল্টু বলল, ‘না না, ডাক্তার, ওর গিলে ফেলা মার্বেলটা খেলায় আমিই জিতেছি। মার্বেলটা তাড়াতাড়ি বের করে দিন না, প্লিজ।’
২.
সকালে নাশতার টেবিলে বসে বিল্টু আর গিল্টুর ঝগড়া লেগেছে।
বিল্টু চিৎকার করে গিল্টুকে বলছে, ‘তুই একটা বুদ্ধু।’
বিল্টুর সঙ্গে কথায় না পেরে গিল্টু বাবাকে গিয়ে বিল্টুর বিরুদ্ধে নালিশ করল।
বাবা বিল্টুকে ডেকে বললেন, ‘অনেক করেছ, এখন গিল্টুর কাছে ক্ষমা চাও!’
এ কথা শুনে মুখ কাঁচুমাচু করে বিল্টু গিল্টুকে বলল, ‘সরি, বুদ্ধু।’
৩.
চিন্টু কেকের দোকানে গিয়ে বলল, ‘ভাই, কেকের দাম কত?’
দোকানদার বলল, ‘দুইটা কেকের দাম ২৫ টাকা।’
চিন্টু বলল, ‘তাহলে এই একটা কেকের দাম কত?’
দোকানদার বলল, ‘১৩ টাকা।’
চিন্টু বলল, ‘ঠিক আছে, ১২ টাকায় অন্য কেকটা দিয়ে দেন।’
৪.
নিতুর জন্মদিনে বাবা দুটি গোল্ডফিশ এনে দিলেন।
নিতু একটি মাছের নাম রাখল ‘একটা’, অন্যটার নাম রাখল ‘দুইটা’।
নিতুর মা বললেন, ‘কী সব নাম যে রাখে!’
বাবা জিজ্ঞেস করলেন, ‘নিতু, এ রকম নাম রাখলি কেন?’
নিতু বলল, ‘যাতে “একটা” মরে গেলেও “দুইটা” থাকে!
৫.
নতুন আইফোন এসেছে বাজারে। হাবু গেছে ঘেঁটেঘুঁটে দেখতে।
বিক্রেতা বলল, ‘স্যার, নতুন ফোনটা খুবই ভালো। এটা আপনার অর্ধেক কাজই কমিয়ে দেবে।’
হাবু বলল, ‘বলেন কী! এই একটা ফোনেই অর্ধেক কাজ করে ফেলবে?’
বিক্রেতা হাসিমুখে বলল, ‘হ্যাঁ, স্যার।’
হাবু বলল, ‘তাহলে বাকি অর্ধেক বাদ থাকবে কেন? দুইটা ফোনই দিয়ে দেন।’