আকাশের তারা সাধারণ ক্যামেরায় তোলা ছবিতে দেখা যায় না কেন?

অ্যাপোলো ১১ মিশনে চাঁদে অবতরণ করেছেন মার্কিন নভোচারী বাজ অলড্রিন, পেছনে আকাশ অন্ধকার
ছবি: নাসা

মহাকাশ যাত্রীদের চাঁদে অবতরণের যে ছবি নাসা প্রকাশ করেছিল, তাতে দেখা গেল পেছনের আকাশ অন্ধকার, কোনো তারা নেই। ফলে অনেকে বললেন, চন্দ্রাভিযান ভুয়া; যদি সত্য হতো, তাহলে ছবিতে তারা দেখা যায় না কেন? কিন্তু এ ধারণা ভুল।

আকাশের তারার আলো এতই হালকা যে সাধারণ ক্যামেরায় তা ধরা পড়ে না। ক্যামেরার শাটার অন্তত ১০-১৫ সেকেন্ড খোলা রেখে বিশেষ ধরনের ফিল্মে ছবি তুললে তারার ছবি আসতে পারে।

ছবিতে বাঁকা চাঁদ আছে, তবে তারা নেই
ছবি: পেক্সেলস

আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের অভিজ্ঞতায় দেখি, রাতে অন্ধকার ঘরে আলো নিভিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকালে তারা চোখে পড়ে, কিন্তু ঘরে বাতি জ্বালানোর সঙ্গে সঙ্গে তা অদৃশ্য হয়ে যায়। এর কারণ হলো চোখের সামনে তীব্র আলোর জন্য তারার হালকা আলো নিষ্প্রভ হয়ে পড়ে, তাই দেখা যায় না।

ঠিক তেমনি মহাশূন্যে বা চাঁদে ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশগানের আলোর ঝলক মহাকাশযাত্রীর গায়ের পোশাকে প্রতিফলিত হয়ে চারদিক আলোকিত করে, তখন পেছনের তারার ক্ষীণ আলো ঢাকা পড়ে যায়। এ জন্য সাধারণ ক্যামেরায় তোলা ছবিতে রাতের আকাশের তারা দেখা যায় না।

আরও পড়ুন