বিয়েবাড়িতে মারামারি এড়াতে যা করবেন

প্রতি বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত হচ্ছে রম্য পাতা - কথাcom। লেখা পাঠাতে পারেন আপনিও: [email protected]

বিয়ের অনুষ্ঠানে সামান্য ঘটনা থেকেও বেধে যায় ধুন্ধুমার! সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া সিনপাট ওয়েবসিরিজের এমন এক মারামারির দৃশ্য বেশ আলোচিত হয়েছে।
ছবি: সিনপাট থেকে নেওয়া

শীত এলেই কেন দেশে বিয়ের ধুম পড়ে, এ নিয়ে সম্ভবত আজ অবধি কোনো গবেষণা হয়নি। তবে অন্য এক গবেষণায় জানা যায়, গবেষকেরা নিজেরাই নানা জায়গায় বিয়ের নেমন্তন্ন খেয়ে বেড়াচ্ছেন। তাই হয়তো ‘শীত এবং বিয়ে’বিষয়ক এই ‘জাতীয় গুরুত্বপূর্ণ’ বিষয়ে তাঁরা নজর দেওয়ার সময় পাননি। গবেষণা নাহয় না-ই হলো, চলুন, আজ কিছু সচেতনতামূলক আলাপ করা যাক।

দেশে প্রায়ই তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় মানহানির পাশাপাশি প্রাণহানিও হয়। টিভিতে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, বিয়েবাড়িতে পাতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষও নতুন কিছু নয়। শীতে বিয়ের কায়দাকানুন বা ছলাকলায় একটু এদিক-সেদিক হলেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যেতে পারে।

আরও পড়ুন

তাই সংঘর্ষ কিংবা ঝগড়া এড়াতে বরপক্ষ ও কনেপক্ষ—উভয়েরই কিছু বিষয় মাথায় রাখা দরকার।

  • বিয়ের অনুষ্ঠানে ভুলেও লাইটের সুইচ জ্বালাতে গিয়ে ফ্যানের সুইচ চেপে ফেলবেন না। মনে রাখবেন, শীতের দিন ফ্যান কোনো ‘ফান’–এর বিষয় নয়।

  • যা শীত পড়েছে, বর বেচারাকে হয়তো কয়েক স্তরের নিরাপত্তাবলয়ে নিজেকে ঢেকে হাজির হতে হবে। যেমন ধরুন পাগড়ির নিচে মাঙ্কিটুপি, তার নিচে মাফলার...। মুশকিল হলো, বিয়েবাড়িতে সবাই-ই নিশ্চয় এমন নাক-মুখ ঢেকে হাজির হবেন। বরবেশে কোনো ‘ডামি বর’ অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ছে কি না, খেয়াল রাখুন।

  • বর যখন বিয়েবাড়িতে ঢুকবে, ‘হাজার বছরের প্রথা’ মেনে গেট আপনারা ধরতেই পারেন। তবে চাহিদা অনুযায়ী টাকা না দিলে পানি ছুড়ে মারা হবে, দয়া করে এমন ভয় দেখাবেন না। মনে রাখবেন, সামান্য পানি থেকেও কিন্তু পানিপথের যুদ্ধ বেধে যেতে পারে।

  • একসময় নিয়ম ছিল, গায়েহলুদে বর স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে বসে থাকবেন; অতিথিরা এসে হাতে-গায়ে-কপালে হলুদ মাখিয়ে দেবেন। এই শীতে তো আর স্যান্ডো গেঞ্জি পরা সম্ভব নয়। অতএব ‘গায়েহলুদ’–এর বদলে ‘সোয়েটারে হলুদ’ অনুষ্ঠান আয়োজন করতে পারেন।

কার্টুন: জুনায়েদ
  • বর–কনের হাত মিলিয়ে দেওয়ার আগে কিছুক্ষণ হাত ঘষে নিতে বলুন। নয়তো ঠান্ডা হাতের স্পর্শে পিলে চমকে যেতে পারে!

  • বিয়েতে অনেক সময় বর ও কনে একই রঙের শাড়ি ও পাঞ্জাবি পরেন। এবারের শীতে দুজন বরং একই রঙের কম্বল কিনে গায়ে জড়িয়ে বসতে পারেন।

  • বিবাহিত জীবনে পুরুষদের বড় ট্র্যাজেডি হলো, বাসর রাত থেকেই মশারি টানাতে হয়। তাই মশারি টানানো নিয়ে অযথা মন–কষাকষি না করে একে নিয়তি হিসেবে মেনে নিন।

  • বর ও কনে—দুজনের জন্যই সংবিধিবদ্ধ সতর্কীকরণ। হাত ধুয়ে এসে খুনসুটির ছলে একজন আরেকজনের গলায় বা ঘাড়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন। সামান্য ঘটনা থেকেও কিন্তু ধুন্ধুমার বেধে যেতে পারে।

  • গোসলের সময় একাই সব গরম পানি শেষ করা যাবে না। সঙ্গীর জন্যও পর্যাপ্ত গরম পানি রাখুন।