৩.
পাড়ায় একটা নতুন ব্যান্ড খুলেছে ছেলেপেলেরা মিলে।
সেই ব্যান্ডের ড্রামারের এক প্রতিবেশী তার কাছে গিয়ে বলল, ‘আপনার ড্রামস সেটটা আজকে রাতের জন্য আমাকে একটু দেবেন?
তরুণ ড্রামার খানিকটা দ্বিধার সঙ্গে বলল, ‘নিশ্চয়ই দেব! কেন নয়? তো কোনো অনুষ্ঠানে বাজাবেন নাকি?’
প্রতিবেশী বলল, ‘না, আজকে রাতে একটু ঘুমাতে চাই।’
৪.
হাবু বলল, ‘বল তো, বাড়ি কেনার জন্য যে লোন দেওয়া হয়, সেটাকে কী বলে?’
লাবু বলল, ‘কেন, হাউস লোন।’
হাবু বলল, ‘আচ্ছা, এবার বল, সাইকেল কেনার জন্য যে লোন দেওয়া হয়, সেটাকে কী বলে?’
লাবু মাথা চুলকে বলল, ‘নাহ্, জানি না।’
হাবু বলল, ‘সেটা হলো সাইক্লোন।’
৫.
জীবনে প্রথমবারের মতো জেব্রা দেখে এক ঘোড়া অবাক।
জেব্রাটাকে দেখে ওই ঘোড়া প্রশ্ন করল আরেক ঘোড়াকে, ‘ওটা আবার কে?’
‘ওটাও ঘোড়া।’ জবাব দিল দ্বিতীয়টি।
প্রথম ঘোড়াটা ‘কিন্তু কিন্তু’ করছিল দেখে দ্বিতীয়টি বলল, ‘জেলখানায় ছিল নিশ্চয়ই। মনে হয় পালিয়েছে, তবে পোশাক পাল্টানোর সময় পায়নি এখনো।’
৬.
দবির মিয়ার অফিসে নতুন লোক দরকার। পত্রিকায় বিজ্ঞাপন দেবেন কি না, তা নিয়ে ভাবছিলেন। হঠাৎ জামিল সাহেবের সঙ্গে দেখা।
দবির মিয়া বললেন, ‘আচ্ছা ভাই, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কি কোনো কাজ হয়?’
জামিল সাহেব বললেন, ‘অবশ্যই হয়। গত মাসে বিজ্ঞাপন দিলাম, আমার দোকানে একজন নাইটগার্ড চাই। সেই রাতেই দোকানে চুরি হলো।’