প্যারোডি
আমার দেশের কতক সোনা গায়েব হলো শেষে
প্রথম আলোর ৩ সেপ্টেম্বরে প্রকাশিত খবর বলছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের গুদামে থাকা লকার থেকে ৫৫ কেজির বেশি সোনা চুরি হয়ে গেছে। এ ঘটনায় ‘অনুপ্রাণিত’ হয়ে কবি আল মাহমুদের ‘নোলক’ অবলম্বনে একটি কবিতা লিখে ফেলেছেন শরীফ মজুমদার
আমার দেশের কতক সোনা গায়েব হলো শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
কাস্টমেতে জিজ্ঞাসিলাম, ঝাড়ুন দেখি কেশে…
গলেই গেল গোল্ডগুলো সব, উষ্ণায়নের রেশে?
গোল্ড জিপিএ ফলবে লাখো? ব্যাপক হবে তালি?
গোল্ডরা সবে হেথায় গেল লকার করে খালি?
রাজপথেতে সোনার ছেলের চাষ হবে খুব, ঠিক?
তাই কি বলুন লকার ছেড়ে স্বর্ণ হলো লিক?
উন্নয়নের ব্যাপক চোটে ‘রিচ’বেড়েছে ‘হেভি’।
সোনার চামচ লাগবে অনেক? হবে রিচের বেবি?
বলল কেঁদে কাস্টমেরা, বন্দরেরই বাঁকে,
‘এই এখানে আহা অনেক “নিডি পিপল” থাকে।
তাদের আছে লাগেজ, ব্যাগেজ, গোল্ড সরানোর রাইট।
দু-চার কেজি গোল্ড যদি যায়, করব কী আর ফাইট!’
নিডি পিপল, নিডি পিপল, এই মিনতি ভাই,
গায়েব হওয়া সোনা নিয়ে ঘরকে যেতে চাই।
‘কোথায় পাব ভাইয়া তোমার হারিয়ে যাওয়া ধন?
আমরা তো সব আমজনতা-পিপল সাধারণ।
নুন আনতে পান্তাটি যায়, সোনা চিনি না তো!
ভ্যানিশ সোনার কেচ্ছা-কাহন আমাদের অজ্ঞাত।’
বলেই নিডি দেখায় তাহার সরল-সোজা মুখ
গায়েব গায়েব খেলায় যেথা চোখ দুটো উৎসুক
একটি নিডির চোখে দেখি নিডি হাজার-শত
সোনার দেশে তাই তো সোনা নিত্য গায়েবরত!