‘আসর জমানো’র আসল মানে কি জানেন?

বাংলা ভাষায় যে বাগ্‌ধারাগুলো আছে, সেগুলো এল কোথা থেকে?

বাগ্‌ধারায় ‘কুক্ষিগত করা’ ব্যবহৃত হয় বিশেষ অর্থেঅলংকরণ: আরাফাত করিম

কুক্ষিগত করা

‘কুক্ষি’ শব্দের সাধারণ অর্থ উদর বা পেট। আক্ষরিক অর্থে কোনো কিছু পেটে চালান করে দেওয়াকে বলে ‘কুক্ষিগত করা’। কিন্তু বাগ্‌ধারায় ‘কুক্ষিগত করা’ ব্যবহৃত হয় বিশেষ অর্থে। কোনো জায়গা, সম্পদ বা ক্ষমতা অনেকে দখল করে নেয়। এই দখল করে নেওয়া বা আত্মসাৎ করে নেওয়াকে বলা হয় কুক্ষিগত করা।

ছ্যাঁৎ করে ওঠা

গরম কড়াইয়ে পানির ছিটা দিলে ‘ছ্যাঁৎ’ শব্দ শোনা যায়। গরম পাত্রে হাত রাখলেও ছ্যাঁৎ করে ওঠে। তবে বাগ্‌ধারায় এর অর্থ ভিন্ন। কোনো কারণে বুকের মধ্যে তীব্র শিহরণের অনুভূতি তৈরি হলে তাকে বলা হয় ছ্যাঁৎ করে ওঠা। উদ্বেগজনক অনেক কিছু দেখে বা শুনে আমাদের মনে এ রকম অনুভূতি হয়।

আসর জমানো

‘আসর’ আরবি শব্দ। এর অর্থ ১০। কোনো বৈঠক বা মজলিস এক জনে হয় না, ১০ জন লাগে। তাই বাংলায় ‘আসর’ শব্দের অর্থ দাঁড়িয়েছে বৈঠক বা মজলিশ। তবে এখানে ‘১০ জন’ বলতে ঠিক ১০ জনই বোঝায় না, বহু মানুষ বোঝায়। বহু মানুষের উপস্থিতিতে কোনো বৈঠক বা মজলিশকে কথা ও হাসিতামাশা দিয়ে আনন্দময় করে তোলার নাম ‘আসর জমানো’।

তারিক মনজুর: শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়