আকর্ষণীয় বেতনে একজন জ্যোতিষী নিয়োগ দেওয়া হবে

আঁকা: জুনায়েদ

কানে সমস্যা

হাবু আর লাবু ঘুরছিল পার্কে।

হাবু এসে বলল, ‘দোস্ত, আমার মনে হয় ওই মেয়েটা কানে শোনে না।’

লাবু বলল, ‘কী করে বুঝলি?’

হাবু বলল, ‘মেয়েটার সামনে গিয়ে বললাম, আপনার চশমাটা তো সুন্দর! এটা বলতেই উত্তরে সে বলে কিনা তার জুতাজোড়া নতুন আর খুব শক্ত! বল, কানে সমস্যা আছে না?’

কথা রেকর্ড

টগর ও শিউলির পাঁচ মাস বয়সী ছেলেটার নাম পরাগ।

টগর ফোন করল শিউলিকে, ‘কী করছ?’

শিউলি বলল, ‘পরাগের কথা রেকর্ড করছি।’

টগর হেসে বলল, ‘ও কী বলে, আর তুমি কী বোঝো?’

শিউলি বলল, ‘কী বলছে, তা বুঝছি না বলেই রেকর্ড করছি। ও বড় হলে জানতে চাইব, আসলে কী বোঝাতে চাইছিল।’

মরা মাছ

বদরুল সাহেব মাছ কিনতে গেছেন।

মাছ দেখে বললেন, ‘মাছ তো মরা! এই মাছ নেব না।’

বিক্রেতা বলল, ‘তাইলে স্যার, মাছটা আপনার বাড়িত দিয়া আসি?’

বদরুল সাহেব বললেন, ‘কেন?’

বিক্রেতা বলল, ‘আমার এইখান থেইকা মরা মাছ নিতে সমস্যা আছে, কিন্তু বাড়িত মাছ নিয়া মাইরাই তো খাইবেন। তো বাড়িত একেবারে মরা মাছটাই দিয়া আসি।’

আঁকা: জুনায়েদ

জ্যোতিষী নিয়োগ

পত্রিকায় একটা চাকরির বিজ্ঞাপন ছাপা হলো।

বিজ্ঞাপনে লেখা, ‘একজন জ্যোতিষী নিয়োগ দেওয়া হবে।’

পরের লাইনে লেখা, ‘আকর্ষণীয় বেতন ও অন্য সব সুযোগ–সুবিধা আছে।’

সবশেষে লেখা ‘এ ব্যাপারে কোথায়, কখন, কার সঙ্গে দেখা করতে হবে, তা নিশ্চয়ই যোগ্য প্রার্থীর জানা আছে।’

আরও পড়ুন