বেতন বাড়ছে না, কাজও কমছে না

১.

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

কর্মকর্তা: আপনি সব কাজেই দেরি করেন। আচ্ছা, ঘড়ির কাঁটা ধরে আপনি কি কিছুই করেন না?

কর্মচারী: করি, স্যার। ঠিক সন্ধ্যা ছয়টা বাজলেই আমি অফিস থেকে বের হয়ে যাই। এক সেকেন্ডও দেরি হয় না।

২.

কর্মকর্তা: আপনার এবারের কাজটা অসাধারণ হয়েছে।

কর্মচারী: তাহলে কি স্যার বেতন বাড়ছে?

কর্মকর্তা: না, বেতন বাড়ছে না, তবে কাজ বাড়ছে। আপনি প্রমাণ করেছেন, আপনি আরও অনেক বেশি কাজ করতে পারবেন।

৩.

কর্মচারী: স্যার, আমার ছুটি দরকার। কারণ, আমি দ্রুত সব ভুলে যাচ্ছি।

কর্মকর্তা: এ সমস্যা কত দিনের?

কর্মচারী: কোন সমস্যাটা, স্যার?

কর্মকর্তা: আপনার ছুটি মঞ্জুর।