বয়স ৩২, চাকরির অভিজ্ঞতা ৩০ বছরের

আঁকা: জুনায়েদ

হাঁস–মুরগির দুঃখ

মুরগি আর হাঁসের মন খুব খারাপ। সামনে টিকটিকিকে পেয়ে হাঁস বলল, ‘মনটা খুব খারাপ।’

টিকটিকি বলল, ‘কী হয়েছে?’

মুরগি বলল, ‘যতই ডিম পারি, মালিক সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়।’

হাঁস বলল, ‘এটা মানা যায়, বলো?’

টিকটিকি বলল, ‘আমার মতো ডিমগুলো লুকিয়ে রাখতে পারিস না? কই, আমার ডিম তো ওরা বিক্রি করে না।’

দেরির কারণ

রেগেমেগে বস জিজ্ঞেস করলেন, ‘৯টায় অফিস, সাড়ে ১০টায় আসার মানে কী?’

কর্মী বললেন, ‘স্যার, খুবই দুঃখিত। আমি সকালেই এসেছিলাম।’

বস অবাক, ‘মানে?’

কর্মী বললেন, ‘আপনার সঙ্গে খুব জরুরি একটা কাজ ছিল। কিন্তু এসে দেখি, আপনি অফিসে নেই। তাই আপনাকে খুঁজতে বের হয়েই দেরি হয়ে গেল।’

জন্মদিন কবে

চাকরির ইন্টারভিউ দিতে গেছে এক বোকা লোক।

প্রশ্নকর্তা: আপনার জন্মদিন কবে?

বোকা লোক: ১৩ অক্টোবর।

প্রশ্নকর্তা: কোন সালে?

বোকা লোক: বোকার মতো কথা বলছেন কেন! প্রতিবছরই তো আমার জন্মদিন।

আঁকা: জুনায়েদ

বয়সের চেয়ে অভিজ্ঞতা বেশি

চাকরিদাতা বললেন, ‘আপনি আগের কোম্পানিতে কত বছর চাকরি করেছেন?’

প্রার্থী বললেন, ‘৩০ বছর।’

চাকরিদাতা অবাক, ‘কিন্তু জন্মতারিখ অনুযায়ী আপনার বয়স তো এখন ৩২ বছর! ৩০ বছর ধরে কীভাবে চাকরি করলেন!’

প্রার্থীর ব্যাখ্যা, ‘অনেক ওভারটাইম করেছি যে।’

আরও পড়ুন