জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা তুলে নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সোমবার সকালে রাজ্যসভায় এ-সংক্রান্ত ঘোষণা দেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

জম্মু ও কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের ঘোষণাটি এল। রাজ্যসভায় এই ঘোষণা আসার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাসভবনে মন্ত্রিসভার বৈঠক করেন।

রাজ্যসভায় অমিত শাহ বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করা হবে। জম্মু ও কাশ্মীর আর রাজ্য নয়।

অমিত শাহর ঘোষণার ফলে রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু ও কাশ্মীর। অমিত শাহ জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠনেরও ঘোষণা দেন।

জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। তার একটি জম্মু-কাশ্মীর, অন্যটি লাদাখ।

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল।

গতকাল রোববার মধ্যরাতে জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকে গৃহবন্দী করা হয়। এ ছাড়া পিপলস কনফারেন্সের প্রধান সাবেক বিধায়ক সাজ্জাদ লোনও গৃহবন্দী হন। গ্রেপ্তার করা হয় সিপিএম নেতা ইউসুফ তারিগামি ও কংগ্রেস নেতা উসমান মজিদকে।

অনির্দিষ্টকালের জন্য জারি করা হয় কারফিউ।

জম্মু ও কাশ্মীরে কদিন ধরেই উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। গত সপ্তাহে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় অমরনাথযাত্রা। বাড়ানো হয় নিরাপত্তা। সন্ত্রাসী হামলার আতঙ্কে জারি করা হয় নিরাপত্তা সতর্কতা।

কেন্দ্রীয় সরকারের এসব তৎপরতায় জম্মু ও কাশ্মীরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কে লোকজন জম্মু ও কাশ্মীর ছাড়তে থাকে।

আরও পড়ুন...