নওয়াজ কাল লন্ডন যেতে পারেন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: রয়টার্স
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাল মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাওয়ার কথা। তাঁর দল পিএমএল-এন গতকাল রোববার এই তথ্য জানিয়েছে।

পাকিস্তানের দ্য ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নওয়াজের লন্ডন যাওয়ার বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছে পিএমএল-এন।

দলটির মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব বলেন, নওয়াজকে লন্ডন নিয়ে যেতে মঙ্গলবার সকালে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে।

পিএমএল-এনের কাছ থেকে এই ঘোষণা আসার আগের দিন শনিবার লাহোর হাইকোর্ট দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার উদ্দেশ্যে চার সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেন।

একই সঙ্গে আদালত বলেন, নওয়াজের চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সময় আরও বাড়তে পারে।

নওয়াজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে শর্ত দিয়েছিল ইমরান খানের সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে লাহোর হাইকোর্টে যায় পিএমএল-এন।

লাহোর হাইকোর্ট কোনো শর্ত ছাড়াই নওয়াজের নাম বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকা থেকে সরিয়ে নিতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন।

নওয়াজ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন।

আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি-কাণ্ডে গত বছরের ডিসেম্বরে নওয়াজের সাত বছরের কারাদণ্ড হয়।