নাগরিকত্ব আইনের প্রতিবাদে 'আমি কাগজ দেখাব না'

কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী কঙ্কণা সেনশর্মা, অভিনেত্রী চিত্রাঙ্গদা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী কঙ্কণা সেনশর্মা, অভিনেত্রী চিত্রাঙ্গদা। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতজুড়ে চলছে নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলন। ভারতের প্রখ্যাত লেখক বরুণ গ্রোভার সিএএর প্রতিবাদে কবিতা লিখেছিলেন। কবিতার ভাষা ছিল, ‘হম কাগজ নহি দেখায়েঙ্গে’। বাংলায় ‘আমি কাগজ দেখাব না’। সেই কবিতা এখন অনুবাদ হয়ে ছড়িয়ে পড়ছে দেশজুড়ে বিভিন্ন ভাষায়। কলকাতায় কবিতাটির বাংলা অনুবাদ নিয়ে তৈরি হয়েছে ভিডিও।

গতকাল সোমবার সকালে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। আর তা সন্ধ্যার মধ্যে ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে কলকাতার আবৃত্তিশিল্পীরা কবিতা আবৃত্তি করেছেন। সবারই কণ্ঠে ছিল এককথা, ‘কাগজ দেখাব না’। এতে কণ্ঠ মিলিয়েছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়, অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, গায়ক রূপম ইসলাম, অভিনেত্রী কঙ্কণা সেনশর্মা, অভিনেত্রী চিত্রাঙ্গদা প্রমুখ।

তরুণ চলচ্চিত্র নির্মাতা রনি সেন ভিডিওটি নির্মাণ করেছেন। রনি সেন বলেছেন, সিএএর বিরোধিতা তো এখন দেশজুড়ে চলছে। অনেকে আবার এটাকে রাজনৈতিক অভিসন্ধিমূলক হিসেবে দেখাতে চেয়েছেন। কিন্তু আসলে এটি কোনো দলের নয়। সাধারণ মানুষেরই দাবি। তাই সেটিই আমি এবার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। বানিয়েছি ‘কাগজ দেখাব না’ ভিডিওটি। সকালে পোস্ট করা ভিডিওটি সন্ধ্যায় ভাইরাল হয়ে যায়।

রনি বলেছেন, তিনি এখন সিএএ ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদের অন্য ভাষা খুঁজছেন। রনি এই ভিডিওটির শুটিং শান্তিনিকেতন এবং মুম্বাইতেও করেছেন।

ভারতের প্রখ্যাত লেখক বরুণ গ্রোভার প্রথম নিজেই কবিতাটি আবৃত্তি করেছিলেন। কবিতার ভিডিওটি দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

সিএএ-বিরোধী আন্দোলনে শুধু রাজনৈতিক দল বা নেতারাই প্রতিবাদমুখর হয়নি। প্রতিবাদমুখর হয়েছে দেশের সুশীল সমাজ, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক থেকে সংস্কৃতিকর্মী, নাট্যব্যক্তিত্ব এবং চিত্রতারকারাও। সুশীল সমাজও প্রতিবাদমুখর হয়েছে।