আজ নিনজাদের দিন

‘নিনজা’ শব্দের সঙ্গে আজকাল কমবেশি সবাই পরিচিত। বিশেষ করে, সামাজিক যোগাযোগমাধ্যমে শব্দটির বহুল ব্যবহার এটিকে তুমুল জনপ্রিয় করে তুলেছে। অফিসের বসকে বাগে আনার নিনজা কৌশল, ঘরের বউকে সামলানোর নিনজা কৌশল কিংবা প্রেমিকার মান ভাঙানোর নিনজা কৌশল—ইদানীং এমন নির্দেশনামূলক লেখাজোখাও দেখা যায় প্রায়ই। হ্যাঁ, এ রকম জটিল সব পরিস্থিতি খুব কৌশলী বুদ্ধিমত্তার সঙ্গে সামাল দেওয়া কিংবা প্রায় অসম্ভব কোনো ঈপ্সিত কাজ নিতান্ত আঙুলের তুড়িতে উদ্ধার করে নেওয়াকে নিনজা কৌশল বলে অভিহিত করা হচ্ছে। নিনজা কৌশল ধারণাটি এল কোথা থেকে? কিংবা নিনজা কী বা কারা?

চৈনিক ‘নিনশা’ থেকে উৎপত্তি ‘নিনজা’ শব্দের। জাপানিজ ভাষায় শব্দটি হলো ‘শিনোবি’। নিনজা বা শিনোবি বলতে এমন মানুষদের বোঝায়, যাঁদের শারীরিক ও মানসিক সহ্যক্ষমতা অত্যন্ত বেশি এবং যাঁরা লুকিয়ে কাজ করতে পারদর্শী। তাঁদের উত্থানের ইতিহাস নিশ্চিতভাবে জানা না গেলেও অধিকাংশ লোকের মতে, প্রাচীন জাপানে দ্বাদশ থেকে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই গুপ্তঘাতকদের কার্যক্রম শুরু হয়। বিশেষত সেনগকু সময়কালে সম্মুখযুদ্ধে অংশ নেওয়া সামুরাই যোদ্ধাদের ঠিক বিপরীত বৈশিষ্ট্য নিয়ে উত্থান হয় তাঁদের। মুখমণ্ডলসহ আপাদমস্তক কালো কাপড়ে ঢাকা, কাপড়ের নিচে থাকে ছোট্ট তলোয়ার বা ব্লেড। আত্মরক্ষা আর আক্রমণের অভাবনীয় অব্যর্থ কৌশলে সমৃদ্ধ। চোখের পলকে দেয়াল টপকানো, দ্রুত গাছ বেয়ে ওঠা, নিঃশব্দে হাঁটাচলা, পানির নিচে দীর্ঘ সময় থাকা, আক্রমণ করে মুহূর্তেই উধাও হয়ে যাওয়া কিংবা ঘুম ও ক্ষুধা নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারা—এ সবই নিনজাদের বৈশিষ্ট্য।

আজ ৫ ডিসেম্বর, আন্তর্জাতিক নিনজা দিবস। ২০০৫ সালে নিনজা বার্গার নামের একটি ওয়েবসাইটের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়। সামুরাই বনাম নিনজা যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত টম ক্রুজের দ্য লাস্ট সামুরাই সিনেমাটি মুক্তি পায় এই দিনে। নিনজাদের স্মরণ করার দিবস হিসেবে তাই এই দিনকে বেছে নেয় ওই ওয়েবসাইট।

ডে’জ অব দ্য ইয়ার অবলম্বনে