এক পা হারা রিকশাচালককে অটোরিকশা কিনে দিলেন মডেল আজিম উদ্ দৌলা
গুলশান থেকে নিকেতনে যাচ্ছিলেন আজিম উদ্ দৌলা। পথে হঠাৎ এক রিকশাওয়ালার ওপর আটকে যায় এই বাংলাদেশি মডেলের চোখ। মানুষটার রিকশা চালনা কেমন যেন অস্বাভাবিক। ভালো করে তাকাতেই কারণটা ধরা পড়ল। রিকশাওয়ালা রিকশা চালাচ্ছিলেন এক পায়ে। তাঁর আরেকটা পা নেই!
গাড়ি ঘুরিয়ে তাঁর কাছে পৌঁছানোর আগেই শহুরে ভিড়ে হারিয়ে যায় সেই রিকশা। আজিম তখন ওই এলাকার কয়েকজন বন্ধুকে ফোন করে রিকশাচালকের বর্ণনা দিয়ে বলেন যে মানুষটার কোনো খোঁজ পাওয়া গেলে যেন তাঁকে জানানো হয়।
এরপর কেটে যায় দুই মাস। তাঁর কথা প্রায় ভুলেই গিয়েছিলেন আজিম। এক দিন তাঁর এক বন্ধুর ফোনে আবার সব মনে পড়ে। ওই রিকশাচালকের খোঁজ পাওয়া গেছে। তাঁর নাম মোহাম্মদ আকাশ। খুদে বার্তায় আজিমকে তাঁর ফোন নম্বরও পাঠিয়ে দেন বন্ধু। আজিম তখন ওই রিকশাচালককে ফোন করেন। এক দিন চলে যান তাঁদের দক্ষিণখানের বাসায়।
স্ত্রী ও ছোট ছেলেকে নিয়ে ছোট্ট একটা ঘরে থাকেন আকাশ। আজিম বলেন, ‘রোড অ্যাক্সিডেন্টে পা হারায় আকাশ। ওই দুর্ঘটনায় তার বাবা মারা যান। এর পর থেকে সে এক পায়ে রিকশা চালিয়ে আসছিল। দেখেই আমার মনে হলো, ওকে একটা রিকশা কিনে দিতেই হবে।’ সত্যি সত্যিই তাঁর কিছু বন্ধুর সহায়তায় আকাশকে একটা ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দিয়েছেন এই বাংলাদেশি মডেল।
আজিম দেশের জনপ্রিয় মডেলদের অন্যতম। সর্বশেষ প্যারিস ফ্যাশন উইকে একমাত্র বাংলাদেশি মডেল হিসেবে অংশ নিয়েছেন তিনি। আজিমের পোশাকের ব্র্যান্ড এজেড থেকে প্রতিবছর যে লাভ হয়, তার একটা অংশ দাতব্য কাজে ব্যয় করেন তিনি। এই তো গত বছর বেশ কিছু গাছ লাগিয়েছেন। মহামারিকালে ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়েছেন।