১৯৬৬ সালে ৬ দফা ঘোষণার পর আবারও গ্রেপ্তার হন শেখ মুজিবুর রহমান। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের আগপর্যন্ত বন্দিদশায় থাকতে হয় তাঁকে। সে সময় কারাগারের অভিজ্ঞতা নিয়ে নিয়মিত ডায়েরি লিখতেন। ১৯৬৮ সাল পর্যন্ত লেখাগুলো নিয়ে প্রকাশিত হয়েছে কারাগারের রোজনামচা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাবন্দী দিনের স্মৃতি রক্ষার্থে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দেওয়ানি সেলকে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হয়েছে।
এই জাদুঘরে আছে তাঁর ব্যবহৃত বাসনকোসন, ইজিচেয়ার। জাদুঘর প্রাঙ্গণেই আছে বঙ্গবন্ধুর নিজ হাতে লাগানো একটি কামিনী ফুলগাছ ও একটি সফেদাগাছ।