default-image

তবে আজ কিন্তু সত্য দিবস, সততার দিন। প্রতিবছর ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে এটি পালিত হয়। ‘দ্য বুক অব লাইস’ বইয়ের লেখক এম হিরশ গোল্ডবার্গ নব্বই দশকের গোড়ার দিকে দিবসটির প্রচলন করেন। এপ্রিল ফুলের বোকামো দিয়ে শুরু হলেও মাসটি যেন সত্য দিয়ে শেষ হয়, এই ভাবনা থেকেই ম্যারিল্যান্ড সরকারের প্রেসসচিব এ মাসের শেষ দিনটি ‘সত্য দিবস’ হিসেবে নির্বাচন করেন। সত্যবাদী কিংবা মিথ্যাবাদী সবার জন্যই এই দিন গুরুত্বপূর্ণ।

এমন দারুণ একটি দিবস উদ্‌যাপন করা যেতেই পারে। আজ প্রতিজ্ঞা করুন, পরিস্থিতি যা-ই হোক, সারা দিনে একটি মিথ্যাও বলবেন না। এরপর এই একটি দিনের অনুশীলনকে সপ্তাহ, মাস, বছর, যুগ-যুগান্তর-সারা জীবনের অভ্যাস বানিয়ে ফেলতে পারলে কিন্তু বেশ হয়। জীবন কাটবে সত্য-সুন্দরে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে

জীবনযাপন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন