লোকাল বাসে পরিস্থিতি বুঝে গান
সম্প্রতি সব সিটিং বাসই লোকাল হয়ে গেল। আবার দুই দিন ঘুরতে না-ঘুরতে সব আগের মতোই। কারণ? কারণ জানতে চাহিয়া লজ্জা দেবেন না! তো এই বাসের যাত্রীরা চলতি পথে নানান ধরনের পরিস্থিতিতে কোন গানগুলো গাইতে পারেন? ভেবেছেন রাফি আদনান, এঁকেছেন শিখা

অয় মামা, ভাড়াডা লন। তিরিশ ট্যাকা।
কেন? এখন ভাড়া দশ টাকা। বাস তো আর সিটিং নাই।
সিটিং লোকাল জানি না। ভাড়া তিরিশ ট্যাকাই। দিয়া দেন। আগের দিন নাই। দিন বদলাইছে।
এমন পরিস্থিতিতে উপযোগী গান
মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হোন হারণে ভালোবাসার দাম ন দিলা...

অয় শাহবাগ, পল্টন, মতিঝিল, গুলিস্তান...সিট আছে মামা, সিট আছে।
সিট আছে বইলা আর কত জনরে তুলবি রে ভাই? আমারেও তো কইছিলি, সিট আছে!
এমন পরিস্থিতিতে উপযোগী গান
তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না...

ভাই, রাস্তায় কোনো বাস নাই কেন? আজকে হরতাল নাকি?
আরে বইলেন না, ভাই। সিটিং থেকে লোকাল করার পর সব বাসের ফিটিংয়ে সমস্যা হইছে।
এমন পরিস্থিতিতে উপযোগী গান
সেই তুমি কেন এত অচেনা হলে! সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম, কেমন করে এত অচেনা হলে তুমি...

এক স্টপেজে এতক্ষণ দাঁড়ায়া থাকলে আজকে আর অফিসে যাইতে হবে না।
স্টুডেন্ট ভাড়া নেয় নাই। এদের পুলিশে দেওয়া দরকার।
ওই মামা, টানো টানো। যাত্রী আর কই উঠাইবা, বাস তো মানুষে ভরপুর।
বাস অ্যামনেই চালামু। ভালো লাগলে বইয়া থাকেন, না লাগলে নাইমা পড়েন। প্যাঁচাল পাইড়েন না। গরম লাগতাছে।
এমন পরিস্থিতিতে উপযোগী গান
বন্ধু তুই লোকাল বাস রে বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস...