হলিউডে শাড়ি (দ্বিতীয় পর্ব)
পোশাক হিসেবে শাড়ির জনপ্রিয়তা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। হলিউডও বাদ যায়নি। বিভিন্ন সময়ে শাড়িতে হলিউড তারকাদের নজর কাড়তে দেখা গেছে।
হ্যালি ব্যারি
অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি ব্যারিকে লাল শাড়িতে দেখা গেছে হলিউডি সিনেমাতেই। ‘ক্লাউড অ্যাটলাস’ ছবিতে সিল্কের ব্লাউজের সঙ্গে ছিল জরির কাজ। সিনেমাতে একটি দৃশ্যের জন্য শাড়ি পরেই নজর কেড়ে নিয়েছেন ‘ক্যাটওম্যান’ খ্যাত এই তারকা।
জেসিকা আলবা
‘লাভ গুরু’ সিনেমার একটি স্বপ্নের দৃশ্যে জেসিকা আলবাকে শাড়িতে দেখা গেছে।
জুলিয়া রবার্টস
‘ইট, প্রে, লাভ’ সিনেমার একটি দৃশ্যে শাড়িতে জুলিয়া রবার্টস।
নিকোল শেরজিংগার
‘পুশিক্যাট ডল’ খ্যাত আমেরিকান গায়িকাকে শাড়িতে দেখা গেছে একবারই। ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই তাঁকে দেখা যায় গোলাপি শাড়িতে।
সেলেনা গোমেজ
নেপালে বেড়াতে এসে শাড়ির প্রেমে পড়েছিলেন আমেরিকান পপ স্টার সেলেনা গোমেজ। সোনালি পাড়ের মেরুন শাড়িতে একবারই তাঁকে দেখা গেছে।
ম্যাডোনা
অদ্ভুত সব ড্রেস পরে সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ম্যাডোনা। ভারতে একটি অনুষ্ঠানে তাঁকেও দেখা গেছে নীল শাড়িতে।
অপরাহ উইনফ্রে
প্রথমবারের মতন ভারতে বেড়াতে এসেই শাড়ির প্রেমে পড়েন আমেরিকান টক শো হোস্ট অপরাহ উইনফ্রে। ভারতে থাকাকালে যতগুলো অনুষ্ঠানে গেছেন, সব জায়গায় তাঁর পরনে ছিল শাড়ি। এ ছাড়া ‘এলে ইন্ডিয়া’র ফটোশুটে সব্যসাচীর ডিজাইন করা কালো শাড়িতে মাত করেছিলেন অপরাহ।
মেগান মার্কেল
এত সব অভিনেত্রীর মাঝে ব্রিটিশ রাজবধূই–বা বাদ যাবেন কেন? প্রিন্স হ্যারিকে বিয়ে করার আগে মেগান মার্কেল ছিলেন হলিউডের অভিনেত্রী। ভারতে দাতব্য কাজ করতে এসে নীল-সবুজ শাড়িতে মজেছিলেন তিনি। বলা বাহুল্য তখনো ব্রিটিশ রাজপুত্রের সঙ্গে তাঁর পরিচয় হয়নি।