পাকিস্তানের খুদে ভ্লগার সিরাজ কি তাহলে আর ভিডিও বানাবে না?

ছোট বোন মুসকানের সঙ্গে সিরাজছবি: ভিডিও থেকে

‘আসসালামু আলাইকুম নাজরিন। ক্যায়সো হো আপ সাব। উমিদ হ্যায় আপ খায়ার খায়রিইয়াত সে হ্যায় (আসসালামু আলাইকুম দর্শকবন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সবাই ভালো আছেন)।’ এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন, কার কথা বলছি! না বুঝলেও সমস্যা নেই, বুঝিয়ে বলছি। এভাবে ভূমিকা টেনে ভ্লগ করে ৭ বছর বয়সী এক শিশু, নাম মোহাম্মদ সিরাজ। পাকিস্তানের গিলগিত-বালতিস্তানের খাপলু গ্রামে যার জন্ম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের দৈনন্দিন জীবন, সহজ-সরল ভঙ্গিতে তুলে ধরে সিরাজ। আর তাতেই হয়েছে বাজিমাত। নিজ দেশ পাকিস্তান তো বটেই, বাংলাদেশ, ভারতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই শিশু।

সিরাজ ভিডিওতে তুলে ধরে তার গ্রামের মানুষ, প্রকৃতি, পরিবার ও জীবনযাপনের নিখাদ গল্প
ছবি: ইনস্টাগ্রাম থেকে

তবে সিরাজ–ভক্তদের জন্য দুঃসংবাদ। আর কখনো এই শিশুকে হয়তো ভিডিও বানাতে দেখা যাবে না। ১৫ মে বুধবার এক ভিডিওতে এমনটাই জানিয়েছে সে। সিরাজ বলেছে, ‘আমার আব্বু চান, আমি যেন ভ্লগিং না করে পড়াশোনায় মন দিই।’ এরপরই সিরাজের ভক্ত-অনুরাগীদের মন খারাপ।

১১ মিনিটের সেই ভ্লগে পুরো বিষয়টি ব্যাখ্যা করেছে সিরাজ। সে বলেছে, ‘আমি এখন থেকে ভ্লগ বানাব না। আমার বাবা আমাকে পড়াশোনা করতে বলেছেন এবং আপাতত ভিডিও তৈরি করতে “না” করেছেন।’

তবে সিরাজ যে ভ্লগ করতে আগ্রহী, সেই ইঙ্গিতও ভিডিওর একটি অংশে দিয়েছে, ‘আমি ভ্লগিং করতে ভালোবাসি। কিন্তু এটাই আমার শেষ ভ্লগ। আমার এখন কী করা উচিত?’

ইউটিউবে সর্বশেষ ভিডিওতে ছোট বোন মুসকানের সঙ্গে সিরাজ
ছবি: ভিডিও থেকে

এমনিতে সিরাজের মুখে সারাক্ষণ হাসি লেগে থাকে, তবে ওই ভিডিওতে কয়েকবার মলিন মুখেও দেখা গেছে। ভিডিওতে ভক্তদের অকুণ্ঠ ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছে সে এবং তার বাবাকে অনুরোধ করে বলেছে, তিনি যাতে সিরাজকে ভ্লগ করার অনুমতি দেন।

সিরাজের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যে। শুধু ইউটিউবেই ভিউ হয়েছে ১০ লাখের বেশি। একের পর এক মন্তব্য আসছে এখনো। একজন ভক্ত লিখেছেন, ‘তোমার ও তোমার পরিবারের জন্য আমাদের ভালোবাসা ও প্রার্থনা, তোমার বাবা তোমার ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তোমাকে ও তোমার পরিবারের মঙ্গল করুন।’ আরেকজন লিখেছেন, ‘আহ্, তোমাকে মিস করব!’

গ্রামবাসী ও বোনের সঙ্গে ইউটিউব গোল্‌ডেন প্লে বাটন হাতে সিরাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

উল্লেখ্য, সিরাজের বাবা মোহাম্মদ তাকিও একজন ভ্লগার। সিরাজের ভ্লগিংযাত্রা শুরু হয় ২০২২ সালে। তার চ্যানেলের নাম ‘সিরাজি ভিলেজ ভ্লগস’, সাবস্ক্রাইবার ১৫ লাখের বেশি। এ পর্যন্ত ৮০টির বেশি ভিডিও বানিয়েছে এই খুদে ভ্লগার। অধিকাংশ ভিডিওতে ছোট বোন মুসকানকে তার সঙ্গে দেখা যায়। ভিডিও বানিয়ে অর্জনও কম নয় সিরাজের। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিমন্ত্রণ পেয়েছে সে। গত মার্চে ইউটিউব সিলভার প্লে বাটন অর্জনের পর এপ্রিলে পেয়েছে গোল্ডেন প্লে বাটন।

সিরাজের বাবা মোহাম্মদ তাকি
ছবি: ভিডিও থেকে

‘সিরাজি ভিলেজ ভ্লগস’–এ সিরাজের বাবা মোহাম্মদ তাকি ৮ মিনিটের একটি ভিডিওতে সিরাজের ভ্লগ ছাড়ার কারণ জানিয়েছেন গতকাল ১৯ মে। এটাই চ্যানেলটির এখন পর্যন্ত শেষ ভিডিও। মাত্র ১ দিনে ভিডিওটি দেখা হয়েছে ৫ লাখ ৮৬ হাজারের বেশি বার।

এই ভিডিওতে তাকি জানান, তিনি তাঁর সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তিত। সিরাজ মুঠোফোন হাতে পেলেই ছুটে বের হয়ে যায়। এরপর কী হয়, সেটা তিনি ভ্লগে দেখে নেন। এটা ছাপিয়ে তিনি তাঁর সন্তানের একটা স্বাভাবিক জীবন নিশ্চিত করতে মরিয়া। মোহাম্মদ তাকি বলেন, ‘ও নিজের শৈশব হারিয়ে ফেলেছে। ও যেখানেই যায়, সবাই ওর সঙ্গে ছবি তুলতে চায়। ও মনে করে, ও বড় হয়ে গেছে আর ও একজন “সেলিব্রিটি”। ও তো আদতে বোঝে না। আমার চোখের সামনে ও দ্রুত বদলে যাচ্ছে। আদতে ও আমার, আমাদের শিশুসন্তান। আমি আমার সন্তানকে একটা স্বাভাবিক শৈশব দিতে চাই। আর ভ্লগিং তো চাইলে ও পরেও করতে পারবে।’

আরও পড়ুন