বাঘ রক্ষায় ঢাকায় দৌড়ের আয়োজন, অংশ নিতে করতে হবে নিবন্ধন

টাইগার রান ঢাকা ২০২৫-এর পোস্টারছবি: আয়োজকদের সৌজন্যে

প্রাকৃতিক পরিবেশে বাঘ টিকিয়ে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং বাঘ সংরক্ষণে বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন আদায়ে প্রতিবছর ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালিত হয়। এ উপলক্ষে ২৬ জুলাই রাজধানীতে ‘টাইগার রান ঢাকা ২০২৫’ নামে দৌড়ের আয়োজন করা হয়েছে। এতে অপেশাদার ও পেশাদার দৌড়বিদেরা অংশ নিতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বেঙ্গল টাইগার রক্ষায় জনসচেতনতা তৈরির পাশাপাশি ক্ষতিগ্রস্ত সুন্দরবন পুনরুদ্ধারের আহ্বান জানাতেই দৌড়ের আয়োজন করা হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই আয়োজনের টাইটেল স্পনসর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সার্বিক সহযোগিতা করছে সেইফ এবং বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব। ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৫’ নামের এই আয়োজনে দৌড়ের দূরত্ব সাড়ে সাত কিলোমিটার। ছয় বছরের কম বয়সী শিশুরা অংশ নিতে পারবে এক কিলোমিটার দৌড়ে।
দৌড়ে অংশ নিতে এক হাজার টাকা ফি প্রদানের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ১০ জুলাই পর্যন্ত।
নিবন্ধনসহ বিস্তারিত জানতে: https://tigertrail.run

আরও পড়ুন