অস্ট্রেলিয়ায় কেমন হলো ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড

পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ দল
ছবি: বায়েজিদ ভূঁইয়া

জীবিত গণিতবিদদের মধ্যে টেরেন্স টাওকে বলা হয় সবচেয়ে প্রভাবশালীদের একজন। মাত্র ৯ বছর বয়সেই তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করতে শুরু করেছিলেন। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ ও পুরস্কার জেতার রেকর্ডটিও তাঁর। অস্ট্রেলীয়-মার্কিন এই গণিতবিদ ২০০৬ সালে জিতেছেন গণিতের নোবেলখ্যাত ফিল্ডস মেডেল। ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অতিথি হয়ে এসেছিলেন তিনি। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল তাঁর বক্তৃতা। বুঝতেই পারছেন, আইএমও শুধু প্রতিযোগিতা বা প্রশ্ন সমাধানের জায়গা নয়। গণিতকে যাঁরা ভালোবাসেন, এটা তাঁদের মিলনমেলা।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে অবস্থিত সানশাইন কোস্টে বসেছিল এবারের আসর। ১৪ জুলাই উদ্বোধনী পর্ব আর ১৯ জুলাই সমাপনী। ব্রিসবেন থেকে একটু দূরে, এই উপকূলীয় অঞ্চলটি মনোরম সৈকত, উষ্ণ জলবায়ু আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। একদিকে সমুদ্রের হাতছানি, অন্যদিকে পর্বতের বিশালতা এই শহরে দেখা যায়। ট্রেকিংপ্রেমীদেরও এলাকাটা খুব পছন্দ। সানশাইন কোস্টে পৌঁছানোর পর থেকেই গণিতের উৎসবটা টের পাওয়া যাচ্ছিল। নানা দেশ থেকে মেধাবীরা এসেছে। একেকজনের ভাষা একেক রকম। তবে একটা ভাষায় তারা সবাই পারদর্শী—গণিত।

আরও পড়ুন

প্রতিযোগিতায় ১১০টি দেশের ৬৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যদিও লিবিয়া ও বুরকিনা ফাসো থেকে কোনো শিক্ষার্থী ছিল না। প্রথমবারের মতো শুধু দলনেতা পাঠিয়ে অংশ নিয়েছে লিবিয়া। এ ছাড়া লিখটেনস্টাইন ও ঘানা থেকে একজন করে শিক্ষার্থী অংশ নেয়।

বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, হন্ডুরাস ও আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি নারী শিক্ষার্থী অংশ নিয়েছে, ৩ জন করে।

মঞ্চে লাল–সবুজের প্রতিনিধিরা
ছবি: বায়েজিদ ভূঁইয়া

গণিতপ্রেমীর দল

গণিতের এই বিশাল আয়োজনে ছোট ছোট অনেক গল্প চোখে পড়ে। কোনো দেশে যুদ্ধপরিস্থিতি চলছে, কারও চোখে অনেকটা পথ পাড়ি দিয়ে আসার ক্লান্তি, তবু গণিতের উন্মাদনার কমতি নেই। ফিলিস্তিনের শিক্ষার্থী করিম কায়েদের সঙ্গে কথা হলো। সে বলছিল, ‘মাত্র ১ নম্বরের জন্য ব্রোঞ্জপদক পাইনি। আক্ষেপ নেই। এখানে আসার পর অনেক বন্ধু পেয়েছি। অনেক ঘোরাঘুরির সুযোগ পেয়েছি।’

নেপালের শিক্ষার্থী শ্রেয়াস শর্মা বাস্তলা এবার ব্রোঞ্জপদক পেয়েছে। বলল, ‘এখানে আসার অভিজ্ঞতা অনন্য। এই নিয়ে আমি দ্বিতীয়বার অংশ নিচ্ছি। গণিত আমাদের সব দেশের শিক্ষার্থীদের এক ছাদের নিচে নিয়ে এসেছে। এখানে এসে অনেক বন্ধু পেয়েছি।’

জাপানের শিক্ষার্থী সাতোশি কানো এবারের প্রতিযোগিতায় ১ নম্বর র‍্যাঙ্ক পাওয়া শিক্ষার্থীদের একজন। বলল, ‘গণিত অলিম্পিয়াডের পরীক্ষা দুদিন হলেও আমাদের মাথায় সারাক্ষণ অঙ্ক ঘুরতে থাকে। এবারের প্রশ্ন কিন্তু আগের চেয়ে অনেক কঠিন ছিল, তারপরও আমরা ভালো করেছি।’

এআই নিয়ে সেমিনার ও দাবা প্রতিযোগিতা

এআইয়ের সঙ্গে গণিতের একটা নিবিড় সম্পর্ক আছে। সে কারণেই হয়তো এআই–বিষয়ক একটি সেমিনারও ছিল এবারের আয়োজনে। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানাল, এখন নানা কাজেই তারা চ্যাটজিপিটির মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে। এআই কাজে লাগিয়ে কীভাবে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে সেমিনারে।

এ ছাড়া আইএমওর অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশেষ দাবা প্রতিযোগিতা, কেননা দাবার সঙ্গেও গণিতের গভীর সংযোগ আছে।

আরও পড়ুন

ঘোরাঘুরি, আনন্দ

অস্ট্রেলিয়ার প্রকৃতি অন্য সব মহাদেশ থেকে আলাদা। প্রাণীবৈচিত্র্যের জন্যও এ অঞ্চলের সুনাম আছে। আমাদের শিক্ষার্থীরা এবার অস্ট্রেলিয়ার চিড়িয়াখানা ঘুরে দেখেছে। এ ছাড়া নানা ধরনের ভিডিও গেমস ও বুদ্ধির খেলায় অংশগ্রহণের সুযোগও ছিল। বিলিয়ার্ড, টেবিল টেনিসের মতো খেলা খেলেছে অনেকে। এগুলো আদতে এক দেশের শিক্ষার্থীদের সঙ্গে অন্য দেশের শিক্ষার্থীদের বন্ধুত্ব গড়ে ওঠার উপলক্ষ।

দলের নাম বাংলাদেশ

এবার ২১তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে বাংলাদেশ। এসেছে ৩টি ব্রোঞ্জ ও ৩টি সম্মানজনক স্বীকৃতি। দলীয়ভাবে মোট ১১৩ নম্বর পেয়েছে বাংলাদেশ দল। ব্রোঞ্জপদকপ্রাপ্ত তিনজনের মধ্যে চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া পেয়েছে ২৪ নম্বর, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের জাওয়াদ হামীম চৌধুরী পেয়েছে ২২ নম্বর ও ময়মনসিংহ জিলা স্কুলের তাহসিন খান পেয়েছে ২১ নম্বর। এ ছাড়াও সম্মানজনক স্বীকৃতিসহ রাজউক উত্তরা মডেল কলেজের এম জামিউল হোসেন পেয়েছে ১৮, ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান পেয়েছে ১৫, চট্টগ্রাম কলেজের রায়হান সিদ্দিকী পেয়েছে ১৩।

এখন পর্যন্ত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন—১টি স্বর্ণপদক, ৭টি রৌপ্যপদক, ৪০টি ব্রোঞ্জপদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকেই ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়েছে।

লেখক: সমন্বয়ক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

আরও পড়ুন