বর প্রস্তুত তো?

বিয়ের দিনের বড় একটি অংশই ছেলেদের ঘরের বাইরে কাটে। শীতের সময়। তাই চুল ও ত্বকের ওপর প্রভাব পড়ে। ফলে চুল পড়া, খুশকিসহ নানা সমস্যা হতে পারে।

বিয়ের অন্তত এক মাস আগে থেকে চুল ও ত্বকের যত্ন নেওয়া উচিত বলে মনে করেন শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড মেকওভার স্যালনের কসমোলজিস্ট শোভন সাহা। বিয়ের আগে নতুন কোনো চুলের কাট করাতে চাইলে ছয় মাস আগে একবার করে দেখার পরামর্শ দিলেন তিনি। দাড়ি ও গোঁফের ক্ষেত্রেও একইভাবে নতুন স্টাইল অনুসরণ করতে চাইলে করতে হবে বেশ আগে। এতে হাতে থাকবে পর্যাপ্ত সময়। চেহারার সঙ্গে না মানালে পরে পরিবর্তন করা যাবে।

ময়েশ্চারাইজার ব্যবহার করলে সতেজ থাকবে ত্বক। মডেল: আসিফ, কৃতজ্ঞতা: শোভন মেকওভার
ছবি: সুমন ইউসুফ

অনুষ্ঠানের এক বা দেড় মাস আগে থেকে ১৫ দিন পরপর হেয়ার স্পা অথবা হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন। এ ছাড়া বাড়িতে নিমপাতার গুঁড়া, টক দই ও মধু মিশিয়ে সপ্তাহে এক দিন চুলে ব্যবহার করুন। চুলে নিয়মিত তেল, কন্ডিশনার ও সিরাম ব্যবহার করুন। স্পা, ফেশিয়াল কেবল বিয়ের দিন সুন্দর দেখানোর জন্যই নয়, এ ধরনের সার্ভিসগুলো মানসিক চাপও কমায়।

ছেলেদের বিয়ের আগে প্রতি মাসে অন্তত একবার ফেশিয়াল করা প্রয়োজন বলে মনে করেন শোভন সাহা। বায়োহাইড্রা ফেশিয়াল ও ফ্রুট ফেশিয়াল করিয়ে নিতে পারেন। ওটস, টক দই, মধু, মুলতানি মাটি, কমলা বা লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে নিন। শুকিয়ে এলে গরম পানি দিয়ে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এটি ফেসপ্যাক ও স্ক্রাব—দুটিরই কাজ করবে।

বিয়ের কয়েক দিন আগে ম্যানিকিউর, পেডিকিউর করে নিন
ছবি: সুমন ইউসুফ

বিয়ের অন্তত তিন দিন আগে ম্যানিকিউর, পেডিকিউর করাতে পারেন। ম্যানিকিউর ও পেডিকিউরের মাধ্যমে হাত ও নখের শুষ্ক ও মৃত চামড়া দূর হবে, পাশাপাশি ত্বকও পরিষ্কার হবে। প্রতিদিন রাতে নখে জলপাই তেল লাগিয়ে নিন। কনুই, গোড়ালির মতো জায়গাগুলোয় নিয়মিত পেট্রোলিয়াম জেলি লাগান। কারও অতিরিক্ত খুশকি বা ব্রণের সমস্যা থাকলে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ঠোঁট খুব কালো হলে নিতে হবে নিয়মিত যত্ন। লেবু কেটে নিয়ে, কাটা অংশে একটু চিনি মিশিয়ে ঠোঁটে ঘষলেই পেয়ে যাবেন প্রাকৃতিক স্ক্রাবার। এ ছাড়া রাতে লিপবাম বা তেল মেখে ঘুমাতে পারেন।

বিয়ের কয়েক মাস আগেই ফেশিয়াল ও হেয়ার স্পা শুরু করতে পারেন
ছবি: প্রথম আলো
আরও পড়ুন