পেশায় গ্রামপুলিশ, কনটেন্ট বানিয়ে এখন আয় লাখ টাকা
জায়গাটার নাম বাঁকড়াবাজার। বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট খালটা গিয়ে মিশেছে কপোতাক্ষ নদে। ২০২১ সালের বর্ষায় এই সংযোগ খালটিতে বাঁধ দেন স্থানীয় এক ব্যক্তি। সৃষ্টি হয় জলাবদ্ধতা। বাজারের মসজিদে পানি ঢুকে পড়ে। স্থানীয় জনগণের অনুরোধে মোবাইলে সেই পানির ভিডিও ধারণ করে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেন লোকমান হোসেন নামের স্থানীয় এক গ্রামপুলিশ।
যশোর শহর থেকে ৩০ কিলোমিটার দূরের এই ঘটনার ভিডিও মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রশাসনেরও নজর এড়ায় না, ফলে দ্রুতই সমস্যার সমাধান হয়ে যায়। আর লোকমান হয়ে ওঠেন পুরোদস্তুর কনটেন্ট নির্মাতা। বাঁকড়া জনপদে কৃষিবিষয়ক ভিডিও নির্মাণ শুরু করেন তিনি। ফেসবুকে ‘কৃষি তথ্য’ নামের একটি পেজ আর ইউটিউবে ‘আওয়ার অ্যারাউন্ড’ নামের চ্যানেলে দিতে থাকেন একের পর এক ভিডিও। বর্তমানে তাঁর ফেসবুক পেজে ১৮ লাখ ফলোয়ার। ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় দুই লাখ ৮০ হাজার।
লোকমান জানান, তিনি মূলত খুলনা বিভাগের বিভিন্ন কৃষিবিষয়ক ভিডিও প্রতিবেদন তৈরি করেন। ফল, ধান, পাট, সবজি, মাছ চাষসহ নানা বিষয়ে কনটেন্ট বানিয়েছেন। সপ্তাহে তিন দিন ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করেন। বাকি চার দিন ভিডিও তৈরির পেছনে দেন।
আমার ভিডিও দেখে অনেকে হাসাহাসি করত। আমার মন খারাপ হতো। কিন্তু আমি ভাবতাম, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না।লোকমান হোসেন
লোকমান বলেন, ‘ফেসবুক পেজ থেকে যে আয় করা যায়, জানতাম না। এলাকার এক ভাইয়ের মাধ্যমে একটি ফেসবুক পেজ খুলে ভিডিও ছাড়তে থাকি। তবে ফেসবুকের গাইডলাইন না জানার কারণে প্রথম পেজটা নষ্ট হয়ে যায়। ওই পেজ নষ্ট হওয়ার কারণে অনেক কিছু শিখেছি, যা নতুন পেজে প্রয়োগ করে সফল হয়েছি।’
কটাক্ষও সহ্য করতে হয়েছে। লোকমান বলেন, ‘আমার ভিডিও দেখে অনেকে হাসাহাসি করত। আমার মন খারাপ হতো। কিন্তু আমি ভাবতাম, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না। কারও কথায় কান না দিয়ে কাজ করে গেছি। এখন সবাই বাহবা দেয়।’
পেশায় গ্রামপুলিশ লোকমানের মাসিক বেতন সাড়ে ছয় হাজার টাকা, ছিল টানাটানির সংসার। এখন এই কনটেন্ট বানিয়েই মাসে আয় করছেন লাখ টাকার বেশি। নিজের বাড়ি বানিয়েছেন, কিনেছেন গাড়ি। কনটেন্ট বানিয়ে মাসে যা আয় করছেন, তাতে এখন বেশ সচ্ছল জীবনযাপন করছেন তিনি। ছোট ভাইকেও কনটেন্ট বানানো শেখাচ্ছেন। লোকমানকে দেখে অনুপ্রাণিত হয়ে এলাকার অন্তত অর্ধশতাধিক তরুণ কৃষিবিষয়ক ভিডিও তৈরি শুরু করেছেন। লোকমান বলেন, ‘আমার কাছে এসব তরুণেরা এলে সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করি। আমি চাই আমার দেখাদেখি আরও তরুণেরা ভিডিও তৈরি করে সফল হোক।’