ইংরেজির দক্ষতা বাড়াতে শুনতে পারেন যে ৫ পডকাস্ট

সহজ করে বললে পডকাস্ট একধরনের অডিও অনুষ্ঠান। বিনোদনমূলক আয়োজন থেকে শুরু করে অনুপ্রেরণাদায়ী বক্তৃতা, রাজনৈতিক আলোচনা কিংবা দক্ষতা উন্নয়নসংক্রান্ত কনটেন্ট—পডকাস্টে সবই থাকে। প্রাতভ্র৴মণে কিংবা বিশ্ববিদ্যালয়-অফিসে যাওয়ার পথে অনেকেই শোনেন পডকাস্ট। সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে হালনাগাদ থাকা যায়। ইংরেজি ভাষাচর্চার জন্যও পডকাস্ট শোনার চল আছে। কয়েকটি কার্যকর পডকাস্টের খোঁজ জানা যাক।

ইদানিং পডকাস্ট শোনার চল বাড়ছে
ছবি: প্রথম আলো

টেড টকস ডেইলি

বক্তৃতার জন্য ‘টেড’ প্ল্যাটফর্মটি বেশ জনপ্রিয়। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ বা আলোচিত মানুষেরা টেড–এ চমৎকার সব বক্তৃতা দেন। বিজ্ঞান থেকে শুরু করে শিল্পকলা, কার্টুন আঁকা থেকে শুরু করে রকেটবিজ্ঞান—নানা ধরনের বিষয়েই টেড বক্তাদের বক্তব্য শোনা যায়। পডকাস্টের জন্য টেড–এর আছে একটি আলাদা অংশ। সেখানে আছে নানা বিষয়। যেমন কীভাবে খেলাধুলায় ভালো করবেন, জানতে পারবেন গুড স্পোর্ট পডকাস্টে। পেশা কিংবা সৃজনশীলতা বিকাশের জন্য শুনতে পারেন ‘রিথিংক পডকাস্ট’। এই পডকাস্ট পরিচালনা করেন বিখ্যাত এমবিএ স্কুল হোয়ার্টনের অধ্যাপক অ্যাডাম গ্র্যান্ট। জলবায়ু, স্বাস্থ্যসংক্রান্ত বিষয় থেকে শুরু করে আত্মবিশ্বাস বাড়ানোর বিভিন্ন উপায় পেয়ে যাবেন এসব পডকাস্টে। টেড টকস ডেইলি শুনতে পারেন এখানে

দ্য মেল রবিন্স পডকাস্ট

যাঁরা অনুপ্রেরণামূলক বইয়ের খোঁজখবর রাখেন, দ্য ফাইভ সেকেন্ড রুল বইটি তাঁদের কাছে বেশ পরিচিত। বইটির লেখক মার্কিন সাংবাদিক, লেখক ও আইনজীবী মেল রবিন্স। এই পডকাস্টে ব্যক্তিজীবনের নানা বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন কীভাবে বন্ধুত্ব করবেন, দুশ্চিন্তার মোকাবিলা যেভাবে করবেন, কীভাবে ভালোবাসবেন, কীভাবে জীবনের লক্ষ্য ঠিক করবেন, ইত্যাদি। মেল রবিন্স পডকাস্টের ঠিকানা পাবেন এখানে

স্টাফ ইউ শুড নো

যাঁরা বিভিন্ন বিষয়ে টুকরো তথ্য বা মজার বিষয়ে জানতে চান, স্টাফ ইউ শুড নো পডকাস্টটি শুনতে পারেন। ৬৬ হাজার মানুষের দেওয়া ‘রেটিং’ অনুসারে অ্যাপল পডকাস্টে ‘স্টাফ ইউ শুড নো’–এর রেটিং ৫–এ ৪.৫। তরুণেরা এই পডকাস্ট ইদানীং পছন্দ করছেন। হাতি কেন একটি গুরুত্বপূর্ণ প্রাণী, মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের প্রভাব, নারী জলদস্যুদের গল্প, এমন নানা বিষয় শোনার সুযোগ হবে এই পডকাস্টে। ২০০৮ সাল থেকে এটি চলছে। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি পর্ব প্রচারিত হয়েছে। স্টাফ ইউ শুড নো শুনতে এখানে ক্লিক করুন।

টিম ফেরিস শো

মার্কিন উদ্যোক্তা ও লেখক টিম ফেরিস এই পডকাস্টের সঞ্চালক। ফোর আওয়ার ওয়ার্ক উইক ও টুলস অব টাইটানস বইয়ের জন্য বিখ্যাত তিনি। টিম ফেরিস তাঁর পডকাস্টে নানা বিষয় নিয়েই অতিথিদের সঙ্গে আলোচনা করেন। যেমন টার্মিনেটরখ্যাত আর্নল্ড শোয়ার্জনেগার কীভাবে মনোযোগ ধরে রাখেন, উলভারিনখ্যাত হিউ জ্যাকম্যান কীভাবে সমস্যা সমাধান করেন, কিংবা লিংকডইনের প্রতিষ্ঠাতা রিড হফম্যান কেমন করে নেটওয়ার্ক তৈরি করেন—জানতে চাইলে শুনতে পারেন টিম ফেরিস শো। মারিয়া শারাপোভার টেনিস খেলার কৌশল কিংবা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কী নিয়ে ব্যস্ত, এসব নিয়েও আলোচনা হয়েছে ফেরিসের পডকাস্টে। শুনতে পারেন এখানে

দ্য স্কুল অব গ্রেটনেস

উদ্যোক্তা হওয়ার নানা কৌশল, ব্যক্তিজীবনের সংকট মোকাবিলার উপায়, কিংবা ব্যবসার নতুন ধারণা (আইডিয়া) কী হতে পারে, এমন বিভিন্ন বিষয় নিয়ে পডকাস্ট ‘দ্য স্কুল অব গ্রেটনেস’। ব্যবসা, বিনোদন, বিজ্ঞান, স্বাস্থ্যসহ নানা বিষয়ে বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা এই পডকাস্ট প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা ও বক্তব্য প্রকাশ করেন। যাঁরা ভিন্ন কিছু ভাবতে চান বা নিজেকে ব্যবসার জন্য তৈরি করতে চান, তাঁদের জন্য এই পডকাস্ট প্ল্যাটফর্মটি খুব কাজের হতে পারে। দ্য স্কুল অব গ্রেটনেস শুনতে পাবেন এখানে

কেন পডকাস্ট শুনবেন

ভিডিও দেখার জন্য বা কিছু পড়ার জন্য আপনাকে সেদিকেই পূর্ণ মনোযোগ দিতে হয়। পডকাস্টের সুবিধা হলো, আপনি চাইলে ঘরের কাজ করতে করতে কিংবা চলার পথে, যানজটে বসেও শুনতে পারেন। ধরুন, আপনার অর্থনীতি নিয়ে আগ্রহ আছে। অর্থনীতিবিষয়ক বই হাতের কাছে নেই, কিংবা কোথা থেকে পড়া শুরু করবেন, বুঝে উঠতে পারছেন না। এ–সংক্রান্ত কয়েকটা পডকাস্ট শুনলেই হয়তো আপনার আগ্রহ বাড়বে। কী পড়বেন, কোথায় খুঁজবেন, সে সম্পর্কেও ধারণা হবে। ইংরেজি ভাষার দুর্বলতা কাটানোর জন্যও পডকাস্ট দারুণ কাজের। যত বেশি শুনবেন, ইংরেজি বোঝার দক্ষতা তত বাড়বে। পাশাপাশি উচ্চারণটাও শেখা হয়ে যাবে অবচেতনে। অনেকেই আজকাল পেশাজীবনে দক্ষতা বাড়ানোর জন্যও পডকাস্ট শোনেন। স্পটিফাই থেকে শুরু করে সাউন্ডক্লাউডের মতো বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপেই পডকাস্ট শোনার সুযোগ আছে। অ্যান্ড্রয়েড সিস্টেমে গুগল পডকাস্ট এখন বেশ জনপ্রিয়। অ্যাপলের আইওএস-এও পডকাস্টও শোনার সুযোগ আছে। যাঁদের ভিডিও পডকাস্টে আগ্রহ আছে, চাইলে ইউটিউবে ঢুঁ মারতে পারেন।