বাংলা নববর্ষ উপলক্ষে এবার যে ৭ তরুণ প্রতিভাবানকে হাজির করেছে ‘ছুটির দিনে’
প্রতি বাংলা নববর্ষের মতো ১৪৩২ সনেও দেশের ক্রীড়া, অভিনয়, গবেষণা, স্থাপত্যসহ নানা ক্ষেত্রের তরুণ প্রতিভাবানদের নিয়ে হাজির হয়েছে প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’। দুই পাতার আয়োজনে যে সাতজন উজ্জ্বল তরুণের গল্প ছাপা হয়েছে।