কলকাতার বাংলার চেয়ে ঢাকার বাংলা আরও মিষ্টি: আশিস বিদ্যার্থী

আশিস বিদ্যার্থী ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নাম। আপনি যদি ভারতের সিনেমার ভোক্তা বা ভক্ত হন, তাহলে আশিস বিদ্যার্থীকে নামে না চিনলেও চেহারায় চিনবেন নিশ্চিতভাবে। বড় পর্দার এই ভিলেন বাস্তবে খুবই ‘ডাউন টু আর্থ’। ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে ভালোবাসেন। ৫৭–তে এসেও তিনি সমানে ক্যামেরার সামনে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন, জীবনসঙ্গীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। আর সেসব ভিডিও ভাগ করে নিচ্ছেন লাখো ভক্তের সঙ্গে। ইউটিউবে ‘আশিস বিদ্যার্থী অ্যাক্টর ভ্লগস’–এর সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে গেছে ১৭ লাখ। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করছে ১৩ লাখ অ্যাকাউন্ট। এদিকে নতুন ইউটিউব চ্যানেল ‘ফিফটি প্লাস জিন্দেগি’র সাবস্ক্রাইবার বাড়ছে হু হু করে। এ ছাড়া পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন আশিস বিদ্যার্থী।

আশিস বিদ্যার্থী
ছবি: ইনস্টাগ্রাম থেকে

দুবার বাংলাদেশেও এসেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেতা। দুবারই দুটো বাংলা সিনেমার শুটিংয়ের জন্য। সর্বশেষ এসেছিলেন ছয় বছর আগে।

বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা জানতে চাইলে হোয়াটসঅ্যাপ কলে বললেন, ‘তিন দিনের জন্য গিয়েছিলাম। এফডিসিতে শুটিং ছিল। ঢাকার বাইরে যাওয়ার সুযোগ হয়নি। খুব ভোরে উঠে সবার আগে এফডিসিতে গিয়ে বসে গেটআপ, মেকআপ নিয়ে রেডি হয়ে থাকতাম। আমার সঙ্গে আমার ম্যানেজারসহ ছোট্ট একটা টিম ছিল। দ্বিতীয় দিন ভোরে যথারীতি এফডিসিতে গিয়ে বসে আছি। কেউ একজন বলল, “দাদা, চেয়ারটা এদিকে নিয়ে বসুন। গায়ে ভালো বাতাস লাগবে।” এই যে “বাতাস লাগবে” আমার মাথার ভেতর গেঁথে গেল। এত মিষ্টি লাগল কানে। গলায় এত আন্তরিকতা মেখে, দরদ ঢেলে বলল, “গায়ে ভালো বাতাস লাগবে।” আমরা তো এদিকে হাওয়া-টাওয়া বলি। আসলে বাংলা খুব মিষ্টি একটা ভাষা। আর আপনাদের বাংলা (বাংলাদেশের) আরও বেশি মিষ্টি, এদিকটার (কলকাতার) চেয়েও ভালো।’  

ভারতের ১১টি ভাষায় সিনেমা করেছেন আশিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভারতের ১১টি ভাষায় সিনেমা করেছেন আশিস। এর ভেতর তিনটা ভাষায় কথা বলতে পারেন। বাংলা, হিন্দি আর ইংরেজি। বাংলাদেশে আসার অভিজ্ঞতা বলতে গিয়ে আরও বরলেন, ‘ঢাকায় তো খুব যানজট। এখন বোধ হয় মেট্রো হওয়ায় একটু কমেছে, তাই না? শেষবার আমি যখন এসেছিলাম, পুরোন (পুরান) ঢাকাতে গিয়ে বিরিয়ানি আর বোরহানি খেয়েছিলাম। বোরহানিটা খুব ভালো ছিল। আর একটা শরবত (সম্ভবত বিউটির শরবত) খেয়েছিলাম। ওটাও অনেক বিখ্যাত ওখানকার। ঘুরতে গিয়ে আমার হাঁটুতে একটু ইনজুরি হয়েছিল। তাই সরাসরি হাসপাতাল গিয়ে ব্যান্ডেজ নিয়েছিলাম। শেষ দিন গুলশান গিয়েছিলাম। ওখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর শাড়ির দোকান। একটা দোকান থেকে রিকশা নিয়েছিলাম। রিকশাটা এখনো আছে আমার বাড়িতে, ঢাকার স্মৃতি হিসেবে।’  

স্ত্রীকে নিয়ে বাংলাদেশে বেড়াতে আসতে চান বলিউড তারকা আশিস
ছবি: ইনস্টাগ্রাম থেকে

আশিস জানালেন, ভারতের মুম্বাই আর কলকাতা—দুই জায়গাতেই তাঁরে বাড়ি আছে বটে। তবে কোথাও তিন দিনের বেশি থাকা হয় না। প্রচুর ঘুরে বেড়াতে চান, যাতে রাতে ক্লান্ত হয়ে গভীর ঘুম হয়। ঘুরে বেড়ানো শরীর আর মন দুইয়ের জন্যই নাকি সেরা দাওয়াই। বললেন, এই শীতে স্ত্রী রুপালি বড়ুয়াকে নিয়ে আসতে চান বাংলাদেশে। কাজের জন্য নয়, কেবল ঘুরে বেড়াতে। সম্ভব হলে চলে যেতে চান চট্টগ্রাম। ভিড় পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে কুড়িয়ে নেবেন বেঁচে থাকার ছোট ছোট অনুপ্রেরণা।  

আরও পড়ুন
আরও পড়ুন