এক পয়সা মূলধন ছাড়াই লাখ লাখ টাকা আয় করেন এই মা-মেয়ে

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ভিকি রাউলিনস ও তাঁর মেয়ে ব্রুক রাউলিনস পেশায় ‘বোটানিক্যাল আর্টিস্ট’। অর্থাৎ তাঁরা গাছের নিচে পড়ে থাকা বিভিন্ন ফুল, ফল, পাতা, ডাল, শুকনা কাঠসহ প্রকৃতির নানা উপাদান দিয়ে ‘আর্টপিস’ তৈরি করেন। তবে এই মা-মেয়ের ‘আর্ট’ একটু আলাদা। তাঁরা আর্ট বা শিল্পকর্ম তৈরি করে কুড়িয়ে আনা জিনিসগুলো আবার প্রকৃতিতেই ফিরিয়ে দেন। তাহলে কীভাবে তাঁরা এটাকে পেশা বানালেন? ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

১ / ২৩
এই সেই মা-মেয়ে (ডানে ভিকি রাউলিনস, বাঁয়ে তাঁর মেয়ে ব্রুক রাউলিনস), যাঁরা নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠা দাঁড় করেছেন শূন্য মূলধনে।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২ / ২৩
দুজনেই প্রতিদিন আশপাশের বাগান, রাস্তা বা পার্কে পড়ে থাকা নানা লতাপাতা, ফুল, ফল, বীজ, ডাল কুড়িয়ে আনেন।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৩ / ২৩
তারপর প্রায় আলাদা কোনো উপকরণ ছাড়াই (ছুরি, কাঁচি, রং, তুলি, পেনসিল) ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্পকর্ম।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৪ / ২৩
তারপর মুঠোফোনে সেই শিল্পকর্মের ছবি তুলে জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন কম্পোজিশন, অনুপাত বা অন্য সবকিছু ঠিক আছে কি না।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৫ / ২৩
শিল্পকর্ম সম্পূর্ণ হলে ক্যামেরায় সেসবের ছবি তোলেন। তারপর সব উপকরণ আবার প্রকৃতিতেই ফিরিয়ে দেন। কেননা তাঁরা ফ্রেমের সঙ্গে কিছুই আঠা দিয়ে লাগান না বা সেলাই করেন না।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৬ / ২৩
কেবল খানিকক্ষণের জন্য পাশাপাশি বা একটার ওপর আরেকটা সাজিয়ে রাখেন। এই শিল্পকর্ম তৈরির সময় দরজা-জানালা সব বন্ধ করে রাখেন তাঁরা। যাতে হাওয়ায় উড়ে না যায়।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৭ / ২৩
কীভাবে আয় করেন? যেসব ছবি তোলেন, সেসব দিয়ে ক্যালেন্ডার; ভিউকার্ড; দেয়ালে ঝোলানোর জন্য ছবি; ভিন্টেজ পোস্টার; কাপড়, পর্দা, বিছানার চাদর, কুশন ও টাইলসে প্রিন্টসহ নানাভাবে ব্যবহার করেন।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
আরও পড়ুন
৮ / ২৩
অনেকে ওয়েবসাইট থেকে এসব ছবি কিনে নিজেদের মতো ব্যবহার করেন। এসব ছবি বইয়ের প্রচ্ছদেও ব্যবহৃত হয়। এ ছাড়া বানানো হয় আর্টবুক।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
৯ / ২৩
এসব কনসেপচুয়াল আর্টকে অনেকে ব্যবহার করেন পেইন্টিংয়ের অনুপ্রেরণা হিসেবে।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১০ / ২৩
একেবারে শূন্য থেকে নিজেকে জনপ্রিয় আর্টিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ভিকি।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১১ / ২৩
মূলত মা ভিকি রাউলিনসই শিল্পকর্ম তৈরি করেন। মেয়ে ব্রুক রাউলিনস মাকে সাহায্য করা, ছবি তোলা, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ ব্যবসার নানা খুঁটিনাটি দিক সামলান।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১২ / ২৩
শিল্পকর্মে স্বাক্ষর করতে ভোলেন না ভিকি।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৩ / ২৩
বিভিন্ন ব্যক্তিত্বের প্রতিকৃতিগুলো কুড়িয়ে আনা নানা উপকরণে তৈরি। শেরিলিন, ভ্যান গগ, অড্রে হেপবার্ন, ফ্রিদা কাহলো থেকে শুরু করে বাদ যাননি ডায়ানা রস ও আলবার্ট আইনস্টাইন।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৪ / ২৩
টেলর সুইফটকে চিনতে কষ্ট হচ্ছে না।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৫ / ২৩
বলে দেওয়ার দরকার নেই এটা বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গগ!
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
আরও পড়ুন
১৬ / ২৩
১৯৭০–এর দশকের জনপ্রিয় গান ‘সিস্টার গোল্ডেন হেয়ার’–এর অনুকরণে মা-মেয়ে তাঁদের অনলাইন শপের নাম রেখেছেন ‘সিস্টার গোল্ডেন’।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৭ / ২৩
তাঁদের শিল্পকর্মে প্রকৃতি, নারীর মুখ, ফুল, বিভিন্ন রং ও ঘর সাজানোর আইডিয়া উঠে আসে।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৮ / ২৩
পাতার পাখি, গাছের ডাল দিয়ে হাত।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
১৯ / ২৩
শিল্পকর্মগুলো তৈরি করতে বেশ সময় লাগে নিঃসন্দেহে
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২০ / ২৩
কালো ক্যানভাসে ফুল, লতাপাতা দিয়ে সৃষ্টি হচ্ছে শিল্পকর্ম।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২১ / ২৩
যদিও ফুলেল শিল্পকর্ম তাঁদের ট্রেডমার্ক।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২২ / ২৩
এভাবে কোনো মূলধন ছাড়াই লাখ লাখ টাকা আয় করেন এই মা-মেয়ে।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে
২৩ / ২৩
ইনস্টাগ্রামে সিস্টার গোল্ডেনের অনুসারী ছাড়িয়ে গেছে ৭ লাখ ৪৭ হাজার।
সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে

সিস্টার গোল্ডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবলম্বনে জিনাত শারমিন

আরও পড়ুন