ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যাগাজিন ডাহুক

ক্যাম্পাসগুলো থেকে শিক্ষার্থীদের উদ্যোগে বেরোয় নানা সাময়িকী। কোনোটা মাসিক, কোনোটা ত্রৈমাসিক, কোনোটা আবার বাৎসরিক। এমনই এক সাময়িকী বা ম্যাগাজিনের সঙ্গে পরিচিয় করিয়ে দিই।

ডাহুকের প্রচ্ছদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যাঁরা লেখালেখিতে আগ্রহী, তাঁদের সুযোগ করে দিতেই শুরু হয়েছিল ডাহুক-এর পথচলা। এই সাময়িকী প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ। গল্প, কবিতা, প্রবন্ধ, গবেষণা, স্মৃতিকথা, বই আলোচনা, সাক্ষাৎকার থেকে শুরু করে ভ্রমণকাহিনিও ছাপা হয় ডাহুক–এ।

আরও পড়ুন

সাময়িকীটি নিয়মিত বের করার জন্য একটি উপদেষ্টা প্যানেল ও সম্পাদনা পর্ষদ আছে। সম্পাদনা পর্ষদ গঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের কার্যকরী কমিটির সদস্যদের মধ্য থেকে। শুরুতে লেখা আহ্বান করা হয়। বাছাই করা লেখা সম্পাদনার পর ছাপা হয় ডাহুক-এ। দেশের খ্যাতিমান লেখকদের কাছ থেকেও বিষয়ভিত্তিক লেখা চেয়ে নেন ডাহুক-এর কর্মীরা।

সাময়িকীটি ত্রৈমাসিক। অর্থাৎ প্রতি তিন মাসে একটি সংখ্যা প্রকাশিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা এখানে লিখতে পারেন। প্রতি সংখ্যায় অন্তত একজন নামী লেখকের লেখাও থাকে। নিজ আগ্রহেই এই সাময়িকীর পেছনে শ্রম দেন অনেক শিক্ষার্থী। তাঁরা মনে করেন, সমাজ গঠনে সাহিত্যের গুরুত্ব অনেক। তাই নিজেদের সাহিত্যসেবক হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ২০২০ সাল থেকে ডাহুক প্রকাশিত হচ্ছে। করোনার কারণে প্রথম দিকে প্রকাশনা কিছুটা অনিয়মিত হলেও এখন আবার পুরোদমে কাজ চলছে। এ পর্যন্ত ৬টি সংখ্যা প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে পাঠকদের মধ্যে ডাহুক-এর বেশ চাহিদা আছে।