এই অন্য রকম ফ্যাশন শোয়ের ছবিগুলো না দেখলে মিস করবেন

জাপান, চীনসহ বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় ইকো–ফ্রেন্ডলি প্যারেন্টিং। ছোটবেলা থেকেই সেখানে স্কুলে শেখানো হয় পরিবেশবান্ধব জীবনযাপন। ‘রিসাইকেল’ শিরোনামের এই ফ্যাশন শো দেখে আপনার চোখ জুড়াবে, মন ভরে যাবে। তবে সেটি কিন্তু বাস্তবের নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে বানানো। পরিবেশবান্ধব ফ্যাশনই এর মূলকথা।

১ / ৭
পুরোনো কাপড় দিয়েই নতুন পোশাক
ছবি: ফেসবুক থেকে
২ / ৭
পোশাকগুলো তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক, চিপসের প্যাকেট, পলিথিন, বোতল আর এসব নানা অনুষঙ্গ ব্যবহার করে
ছবি: ফেসবুক থেকে
৩ / ৭
ছবিগুলো দেখে কে বলবে যে এগুলো সত্যি নয়! বোঝার উপায় আছে?
ছবি: ফেসবুক থেকে
৪ / ৭
পোশাক, রানওয়ে, দর্শক প্যানেল, লাইট, মডেলের এক্সপ্রেশন—সবকিছুই পিকচার পারফেক্ট
ছবি: ফেসবুক থেকে
৫ / ৭
এআই দিয়ে বানানো এই শো আমাদের পরিবেশের প্রতি আরও সচেতন হওয়ার বার্তা দেয়। বলে, আসুন আমরা রিসাইকেল, আপসাইকেল করি
ছবি: ফেসবুক থেকে
৬ / ৭
প্রকৃতিকে সঙ্গে নিয়ে সুন্দর আগামীর জন্য পরিবেশবান্ধব ফ্যাশনের কোনো বিকল্প নেই
ছবি: ফেসবুক থেকে
৭ / ৭
পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানগুলোকে ফ্যাশনেবল ও ব্যবহার্য নানা কিছুতে বদলে ফেলা যায়
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
আরও পড়ুন