সোনারগাঁয়ে ‘আমি ঢাকা’র একক ফ্যাশন শোয়ের একঝলক

‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’র যৌথ উদ্যোগে ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে হয়ে গেল ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র‍্যাম্প। হাতে বানানো পোশাকগুলোতে ছিল ঢাকার অতীত, বর্তমান ও ভবিষ্যতের মিশেল। প্রতিটি পোশাকেই ছিল সূক্ষ্ম, সচেতন কাট ও নকশা। পাঁচটি অধ্যায়ে সাজানো হয়েছিল পুরো সংগ্রহ। বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সরওয়ার

১ / ৯
‘আমি ঢাকা’র নতুন সংগ্রহের দেখা মেলে এই একক ফ্যাশন শোতে।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
২ / ৯
পুনর্জন্ম, নদীর ডাক, ঐতিহ্য, নিশির নগর ও চিরশাড়ি—এই পাঁচ অধ্যায়ে সাজানো হয় সংগ্রহটি।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৩ / ৯
সিল্ক, মসলিন, খাদি, কাতান ও বেনারসির পোশাক দেখা গেছে এতে।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৪ / ৯
পোশাকজুড়ে ছিল কারচুপি, জারদৌসি, কাঁথা স্টিচ, ব্লক প্রিন্ট।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৫ / ৯
মডেলরা মঞ্চ উজ্জ্বল করেছেন ধাতব গয়না পরে।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৬ / ৯
প্রাধান্য পেয়েছে কালো ও সোনালি রং।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৭ / ৯
‘আমি ঢাকা’র পোশাকে রুনা খান, জেসিয়া ইসলাম, তানজিয়া মিথিলা প্রমুখ।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৮ / ৯
‘আমি ঢাকা’র ক্রিয়েটিভ ডিরেক্টর আসাদ সাত্তার (বাঁয়ে)।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
৯ / ৯
আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল আর্কা স্টুডিও, কেবলগ্রাম, ক্যানভাস ম্যাগাজিন, কালারস লাইফস্টাইল ম্যাগাজিন, হাল ফ্যাশন, আইস টুডে, ম্যানস ওয়ার্ল্ড ম্যাগাজিন বাংলাদেশ, নাটশেল টুডে, স্টার লাইফস্টাইল, দ্য ডেইলি ব্লার্ব, দ্য ফেম ম্যাগাজিন ও টিন্ডস।
ছবি: ‘আমি ঢাকা’র সৌজন্যে
আরও পড়ুন