দীপাবলি-পরবর্তী পার্টিতে কেমন ছিল ভারতীয় তারকাদের সাজ, দেখুন ১০ ছবিতে

দীপাবলি শেষ হয়েছে ২০ অক্টোবর। তবে বলিউডপারায় এই আলোর উৎসব যেন চলছেই। এখন তারকাদের বাড়িতে চলছে দীপাবলি-পরবর্তী পার্টি ও গেট টুগেদার। চট করে দেখে নেওয়া যাক তারকা জুটিদের লুক।

১ / ১০
নিজেদের বাসায় আলিয়া ভাট ও রণবীর কাপুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
২৫ জুলাই কন্যাসন্তানের মা-বাবা হওয়ার পর এই প্রথম একসঙ্গে ছবি প্রকাশ করলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
নাগা চৈতন্য ও সবিতা ধুলিপালা। সবিতার ফ্যাশন বরাবরই প্রশংস কুড়ায় ফ্যাশনিস্তাদের। বেগুনি ভেলভেটের কামিজটিও দারুণ মানিয়েছে তাঁকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
পুত্র ও কন্যার সঙ্গে আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি জুটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
প্রযোজক রামেশ তৌরানির দীপাবলি পার্টিতে দেখা দেন হৃতিক রোশন ও প্রেমিকা সাবা আজাদ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
জহির ইকবাল ও সোনাক্ষী সিনহাও দেখা দেন ওই পার্টিতে। গুজব রটেছে যে সোনাক্ষী মা হতে চলেছেন। তবে তা উড়িয়ে দেন জহির
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
আলোর উৎসবে স্ত্রী হিনা খানের আশীর্বাদ নিয়েছেন রকি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
স্ত্রী অঙ্কিতার সঙ্গে আসাম থেকে মিলিন্দ সোমান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
মৌনি রায়দের বাড়িতে হয়েছে দীপাবলির পূজা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
পুত্রকে নিয়ে কাজল আগারওয়াল ও গৌতম কিচলু
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন