ফারসি সালোয়ারে স্নিগ্ধ স্বস্তিকা, দেখুন ৯টি ছবি

১ / ৯
আজ ২৫ অক্টোবর বেশ কিছু ছবি পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি
ছবি: ফেসবুক থেকে
২ / ৯
তাঁর পরনে দেখা যাচ্ছে হলুদ রঙের ফারসি সালোয়ার
ছবি: ফেসবুক থেকে
৩ / ৯
ছবির ক্যাপশনে লিখেছেন, তাঁর প্রয়াত মা গোপা মুখোপাধ্যায়ের পছন্দের রং ছিল হলুদ
ছবি: ফেসবুক থেকে
৪ / ৯
স্বস্তিকা মুখার্জির ফারসি সালোয়ার স্যুটটি বানিয়েছেন ফ্যাশন ডিজাইনার ও এমব্রয়ডারিশিল্পী কাকলি ভট্টাচার্য
ছবি: ফেসবুক থেকে
৫ / ৯
এ বছরের শুরু থেকেই ঢিলেঢালা ফারসি সালোয়ারের ট্রেন্ড লক্ষ করা যাচ্ছে
ছবি: ফেসবুক থেকে
৬ / ৯
মোগল আমলে ফারসি সালোয়ারের উৎপত্তি। সে সময় অভিজাত নারীদের এ–জাতীয় সালোয়ার পরতে দেখা যেত
ছবি: ফেসবুক থেকে
৭ / ৯
ফারসি সালোয়ারের নামটি এসেছে ফারসি শব্দ ‘ফার্স’ থেকে, যার অর্থ মেঝে
ছবি: ফেসবুক থেকে
৮ / ৯
এই সালোয়ার লম্বায় সাধারণ সালোয়ারের চেয়ে বেশ বড় হওয়ায় এটি পরলে প্রায় মাটি ছুঁয়ে যায় বলেই এমন নাম
ছবি: ফেসবুক থেকে
৯ / ৯
চলতি ধারায় এবার স্বস্তিকার গায়েও উঠল ফারসি সালোয়ার
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন