হিনা আফ্রিদির বিয়ে নিয়ে কেন এত আলোচনা, বিতর্ক

বিয়ে করলেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হিনা আফ্রিদি খান। একাধিক টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা সাত লাখ ছাড়িয়ে গেছে। হিনার বর দীর্ঘদিনের প্রেমিক, ইউটিউবার ও ব্যবসায়ী তৈমুর আকবর। তাঁদের বিয়ের নিয়ে কেন এত আলোচনা ও সমালোচনা?

১ / ১০
দুজনেই নিজেদের প্রেম আর সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট বানিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
বিয়েতে বর ও কনে দুজনের পরনে ছিল সাদা পোশাক। সাদা রঙের পাকিস্তানের ঐতিহ্যবাহী ‘কাস্টম মেড’ আনারকলিতে বিয়ে করেছেন হিনা। অন্যদিকে তৈমুরের পরনে ছিল সাদা শেরওয়ানি আর পায়জামা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
অনেকেই এই জুটির বিয়ের ছবির নিচে মন্তব্য করেছেন। সেগুলো এ রকম, ‘এত সুন্দর কনের লুক আগে দেখিনি’, ‘ইন্টারনেটের সবচেয়ে সুন্দর কনে’, ‘সোনা আর সাদায় একরাশ আভিজাত্য আর শুভ্রতা’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
অবশ্য বিতর্কও চলছে সমানতালে। বিয়ে নিয়ে তৈরি করা এক ভিডিওতে হিনা তাঁর হবু স্বামীকে বলেন যে তাঁকে বিয়ে করতে হলে প্রতি মাসে হাতখরচ বাবদ পাঁচ লাখ রুপি দিতে হবে। সেই সঙ্গে বছরে পাঁচটি আন্তর্জাতিক ট্যুরে নিয়ে যেতে হবে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
যদিও হালকা মেজাজে কথাগুলো বলেছিলেন হিনা, আবার হাসতে হাসতে তাতে সম্মতিও দেন তৈমুর। এই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। একদিকে ভিডিও নিয়ে সমালোচনা, অন্যদিকে তাঁর সাজ নিয়ে পজিটিভ কমেন্ট করছেন অনেক নেটিজেন। তবে বিয়ের ছিমছাম আয়োজন, পোশাক, গয়না আর মেকআপ নিয়ে প্রচুর হাততালি কুড়াচ্ছেন হিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
দুই দিক মিলিয়েই ভাইরাল হিনার বিয়ের এই ফটোশুট ও ভিডিও। বিয়ের একটি আয়োজনে হিনা পরেছেন হালকা পিচরঙা লেহেঙ্গা, অন্যদিকে তৈমুরের পরনে ছিল কালো সালোয়ার, পাঞ্জাবি আর ওড়না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১০
বিয়ের ভিডিওর ক্যাপশনে হিনা তাঁর ভাই শোয়েব খানকে ট্যাগ করে লিখেছেন, ‘মা সব সময় চেয়েছিলেন আমার বিয়ের আয়োজন হবে একেবারে নিখুঁত। মায়ের সব স্বপ্নই পূরণ করেছে শোয়েব। আমি জানি, মা ওপর থেকে সবই দেখছেন আর মুচকি হাসছেন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
গায়েহলুদে হিনার পরনে ছিল একরঙা হালকা হলুদ খাটো কামিজ আর ঘাগরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
বিয়ের প্রতিটা আয়োজনে সাজ ছিল ‘নো মেকআপ’ ধাঁচে। আধুনিক বিয়েতে সোনার গয়না পরার চল কমে এলেও হিনার সোনার গয়নাও কুড়িয়েছে প্রশংসা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
সব মিলিয়ে ছিমছাম এই বিয়ে অন্তর্জালের দুনিয়ায় আলাদা জায়গা করে নিয়েছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন