দুই বছর প্রেমের পর গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ বিয়ে করলেন ২৭ সেপ্টেম্বর। পাত্র মার্কিন সংগীত প্রযোজক, গীতিকার ও লেখক বেনি ব্ল্যাঙ্কো। ৩৩ বছর বয়সী এই গায়িকার স্বামী বেনি তাঁর চেয়ে চার বছরের বড়। গতকাল ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ আয়োজনে কাছের মানুষদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সেলেনা-বেনি দম্পতি।