এসব ফ্যাশনেবল শীতপোশাক দেশেই তৈরি

দেশীয় উপকরণ দিয়ে তৈরি শীতপোশাকে আসবে স্টাইলিশ লুক। মডেল: পিয়া জান্নাতুল, পোশাক: দেশাল, সাজ: অরা বিউটি লাউঞ্জ
ছবি: সুমন ইউসুফ

‘শীতকাল কবে আসবে?’ সুপর্ণার কাছে জানতে চেয়েছিলেন কবি। আমাদেরও এখন একই প্রশ্ন। ডিসেম্বর শুরু হয়ে গেছে, সেভাবে শীতের দেখা নেই। ফেসবুকে একটা স্ট্যাটাস ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। বার্তাটা অনেকটা এ রকম, ‘মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাঁপতে কাঁপতেই বলব, শীতকালই সেরা ঋতু।’ স্কুলের পরীক্ষায় যতই ‘প্রিয় ঋতু’ বসন্তবন্দনা চলুক, মনে মনে বাংলাদেশের তরুণ-তরুণীদের পছন্দের ঋতু কিন্তু শীত। প্রতি শীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিফলন থাকে। শীতকে যতই বিষণ্নতার ঋতু নামে ডাকা হোক না কেন, ফ্যাশনে সেটা পুষিয়ে নেন তরুণ-তরুণীরা। তা ছাড়া শীত মানে উৎসবের মৌসুম। বিয়ের আয়োজন, বেড়ানো, পার্টি, গেট টুগেদার, দাওয়াত—শীত মানেই যেন ফ্যাশনেবল উপস্থিতির উপলক্ষ।

হালকা শীতের জন্য এমন জ্যাকেট বেছে নিতে পারেন। পোশাক: দেশাল
ছবি: সুমন ইউসুফ

কিছুদিন আগেও ধারণা ছিল, শীতের ফ্যাশন মানেই পশ্চিমা লুক! সেই সব দিন এখন ক্রমে অতীত হতে চলেছে। দেশি ফ্যাশন ব্র্যান্ডগুলো ধীরে ধীরে বাংলাদেশের ফ্যাশনের বাজারে শক্তিশালী অবস্থান গড়ছে। কয়েক বছর ধরেই শীতের সঙ্গে পাল্লা দিয়ে নতুন নতুন ফ্যাশনপণ্য আনছে তারা। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হয়েছে আরও নতুন মাত্রা। আপনি যদি শীতটা কেবল ওয়েস্টার্ন লুকেই কাটাতে চান, সেটাও হতে পারে দেশি পোশাকের ব্র্যান্ডকে সঙ্গী করে।

ফ্যাশন হাউস দেশালের ডিজাইনার ও স্বত্বাধিকারী ইশরাত জাহান জানালেন, শীতের জন্য তাঁরা প্রস্তুত। ইতিমধ্যে শুরু হয়ে গেছে শীতকে ফ্যাশনের ঋতুতে বদলে ফেলার প্রস্তুতি। এ বছর তাঁরা নিয়ে এসেছেন প্যাচওয়ার্কের জ্যাকেট, লং কোট, হুডি। কাপড়েও এসেছে বিশেষত্ব। হ্যান্ডলুমের কাপড় জোড়া দিয়ে দিয়ে তৈরি হয়েছে এসব পোশাক। পোশাকে সাধারণত দুটো স্তর। ভেতরেরটা তৈরি হয়েছে ফ্লিজ কাপড়ে। এই দুই স্তরের কড়া নিরাপত্তাবেষ্টনী ভেদ করে শীত শরীর স্পর্শ করতেই পারবে না বলে জানালেন ইশরাত। শীতের পোশাকগুলো সাধারণত পশ্চিমা ধাঁচের। তবে সেখানেও কাপড়ের জ্যাকেট, হাতের সেলাইয়ের মতো বাঙালিয়ানাজুড়ে স্পষ্ট হয়েছে ফিউশন। আর আছে আমাদের নিজস্ব শীতের পোশাক চাদর। সেখানে উঠে এসেছে বিভিন্ন কবিতার লাইন। একটি চাদরে স্পাইরাল করে গোল গোল করে লেখা হয়েছে, ‘এক মাঘে শীত যায় না’। তবে যত মাঘই আসুক, শীতের এসব ফ্যাশনেবল পণ্যের কাছে ঠিকই আটকা পড়বে! এ ছাড়া হালকা শীতে বন্ধুদের বিকেলের আড্ডার জন্য আছে ভিসকসের পঞ্চো, হারেম প্যান্ট, লম্বা কোটিসহ আরও নানান কিছু।

শীতপোশাকেও থাকছে দেশীয় মোটিফের ব্যবহার। জ্যাকেট ও শাড়ি: যাত্রা
ছবি: সুমন ইউসুফ

কে ক্র্যাফটের এবারের শীতের সংগ্রহে গুরুত্ব পেয়েছে আভিজাত্য। সব প্রজন্মের কাছে সমান জনপ্রিয় শালকেই তাঁরা এ বছর তুলে ধরেছেন নতুন আঙ্গিকে। এ ছাড়া রয়েছে রেট্রো লুকের ব্লেজার, ওপেন ফ্রন্ট ওভারকোট, ফুল লেংথ কোটি। ওদিকে মিষ্টি রোদে নিজেকে মেলে ধরার জন্য সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, কাফতান ও শাড়ি তো আছেই! পারিবারিক কোনো অনুষ্ঠান বা গেট টুগেদারের জন্য সাধারণ টপ-প্যান্টের ওপরই প্রয়োজন বুঝে চাপিয়ে নিতে পারেন কাতান, সিল্ক বা কটনের হালকা ও ভারী প্রিন্ট করা কোটি। ব্যস, এক নিমেষেই চলে আসবে ‘সিম্পলের ভেতর গর্জিয়াস’ লুক।

সারা লাইফস্টাইলের এবারের শীতের সংগ্রহে নারীদের জন্য ডেনিমের টপ আর ওয়েস্টার্ন সেট ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। আর বরাবরের মতোই জ্যাকেট ও উইন্ডব্রেকারের জয়জয়কার তো চলছেই। মেয়েদের জ্যাকেট ও উইন্ডব্রেকারের গলা ও হাতায় আলাদা পশমি ডিজাইন যোগ করে আনা হয়েছে ভিন্নতা। রয়েছে ফুল, পাখি, ফল, লতাপাতা, তারা, মাছসহ প্রকৃতির নানা মোটিফ। সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাবব্র্যান্ড ‘ঢেউ’। পুরোদস্তুর পশ্চিমা ধাঁচে নারীদের জন্য ঢেউয়ের সংগ্রহে থাকছে শার্ট, ডেনিম শার্ট, ডেনিম ফ্যাশন টপস, প্রিন্টেড মিডি ড্রেস, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, ওভারকোট, হুডি, ক্রপ হুডি, ডেনিম জ্যাকেট।

পুরো জ্যাকেটটিতে হাতে বোনা কাপড় জোড়া লাগানো হয়েছে। পোশাক : দেশাল
ছবি: সুমন ইউসুফ

এ ছাড়া আছে ব্লেজার সেট, শর্ট জ্যাকেট, কার্ডিগান, জগার্স, ক্রপ টপ, গাউন, টি-শার্ট, ওভারসাইজড শার্ট, ওভারসাইজড শার্ট সেট ইত্যাদি। ফ্যাশনিস্তারা চাইলে শেরফা জ্যাকেট, বন্ডেড জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট ও বোম্বার জ্যাকেটও পাবেন ঢেউ থেকে।

সেইলরের মেয়েদের সংগ্রহে এবার এসেছে ভিন্ন থিমের সম্ভার! ফ্লোরাল প্রিন্ট ও স্ট্রাইপ ফ্যাশন ব্লেজার সেট, একরঙা ব্লেজার, লং কোট, সুয়েড ও ভেলভেটের কাপড়ে তৈরি রকার ক্রপড জ্যাকেট, মিড লেংথ জ্যাকেট ছাড়া রয়েছে টাই-ডাই সোয়েট শার্ট সেটও। জ্যাকেটের কাপড়, রং, নকশা—সবখানেই রয়েছে ট্রেন্ডের ছোঁয়া। এ ছাড়া ঘুম-পোশাক হিসেবে হয়েছে স্টাইলিশ কমফোর্টওয়্যার।

দেশীয় কাপড়ে তৈরি এই পোশাকে রঙ নকশা সবখানেই আছে চলতি ধারার ছোঁয়া। পোশাক: যাত্রা
ছবি: সুমন ইউসুফ

অল্প সময়েই আলোচনায় আসা ব্লুচিজও সাজিয়েছে শীতপোশাকের পসরা। শহুরে ফ্যাশনিস্তারা হালকা ও ভারী শীতে যেমন খুশি তেমন সাজে  যেন ঘর থেকে বের হতে পারেন, সে জন্যই আরবান, রেট্রো ও মিনিমাল স্টাইলের বাহারি পোশাকের এসব আয়োজন। গতানুগতিক সংগ্রহের সঙ্গে ক্ল্যাসিক ট্রেঞ্চ কোট, কার্ডিগান, পুলওভার ও বেসবল জ্যাকেটের মধ্য দিয়ে ফিরিয়ে আনা হয়েছে নস্টালজিয়া।

এ ছাড়া আড়ং, যাত্রা, কিউরিয়াসদের মতো প্রতিষ্ঠিত দেশি ব্র্যান্ডের সঙ্গে রয়েছে হাঁটি হাঁটি পা পা করে অনলাইন থেকে অফলাইনে আসা গরুর ঘাস, স্বয়ংসহ অনলাইনভিত্তিক অনেক ভালো দেশি ব্র্যান্ডের সংগ্রহ।

তাই আর দেরি কেন? দেশি ফ্যাশন গায়ে জড়িয়ে জমিয়ে
ফেলুন শীত!

আরও পড়ুন