শক্তি ও সৌন্দর্য, কোমলতা ও দাপট—ম্রুণাল যেন সব একসুতায় গেঁথেছেন। এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেছেন, ‘আমাকে এমন ভবিষ্যৎ-রাজকুমারীর মতো লুক দেওয়ার জন্য পঙ্কজ ও নিধিকে ধন্যবাদ। এই পোশাকে আমাকে একই সঙ্গে মার্জিত ও আত্মবিশ্বাসী মনে হয়েছে।’ছবি: ইনস্টাগ্রাম থেকে