টুয়েলভ
ঈদে টুয়েলভ ক্লদিং এনেছে এমন পোশাক, যেখানে থাকবে ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়। এসব পোশাকে থাকছে মোগল থিম, ফুলেল ডিজাইন ও প্যাস্টেল প্যালেটের সমন্বয়ে রাজকীয় কিন্তু আধুনিক ডিজাইন। গরমের কথা মাথায় রেখে এবারের সংগ্রহে ব্যবহার করা হয়েছে হালকা রং, আরামদায়ক কাপড়। সুতি, ভিসকস, মসলিন, লিনেন আর জ্যাকার্ড উপকরণকে প্রাধান্য দেওয়া হয়েছে।
স্টাইলের সঙ্গে সঙ্গে আরামও যেন ফ্যাশনের অংশ হয়, সে বিষয়ে মনোযোগ দিয়েছে টুয়েলভ ক্লদিং। কিশোর-কিশোরী থেকে থেকে কর্মজীবীদের জন্য আছে নানা ধরনের পোশাক। আছে কুর্তা, সালোয়ার-কামিজ সেট, লম্বা গাউন, টু পিস, কুর্তা-প্যান্ট সেট। অন্যদিকে পুরুষদের জন্য আছে ক্ল্যাসিক পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি ও কাবলি সেট। এ ছাড়া দম্পতিদের জন্য কম্বো কালেকশন হিসেবে আছে ম্যাচিং সেট।
ভারগো
ফ্যাশন হাউস ভারগো ঈদ ও গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে তৈরি করেছে স্টাইলিশ ও আরামদায়ক পোশাক। স্প্যানডেক্স, ব্যাম্বু কটন, জ্যাকার্ড কাপড়ের ওপর আছে এমব্রয়ডারি, কাচের কাজ এবং কারচুপি। স্ট্রাইপ, চেক এবং ফুলেল প্রিন্ট দেখা যাবে টি-শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, কুর্তা, সালোয়ার-কামিজে।
সারা লাইফস্টাইল
‘রুটস অব এলিগ্যান্স’ থিমে সারা লাইফস্টাইল এনেছে ঈদুল আজহার বিশেষ সংগ্রহ। আরামদায়ক কাপড়, নান্দনিক নকশা এবং চলতি ধারার ছোঁয়া রাখা হয়েছে পোশাকগুলোয়। সকাল, বিকেল কিংবা সন্ধ্যা—যেকোনো সময়ের জন্য উপযুক্ত পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে এই সংগ্রহ থেকে। স্ক্রিন প্রিন্ট, সাবলাইমেশন প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ব্যবহার করা হয়েছে। পোশাকের মোটিফ ও নকশায় রাখা হয়েছে উৎসবের আমেজ। আনারকলি, প্রিন্সেস লাইন, ডাবল লেয়ার, এ লাইন, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক—বিভিন্ন কাট দেখা যাচ্ছে প্যাটার্নে।
পোশাক বানানো হয়েছে জর্জেট, কটন, ভিসকস, ডবি সিল্ক, ক্রেপ জর্জেট, নিট, ডেনিম, জ্যাকার্ড কটন ইত্যাদি কাপড় দিয়ে। ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি, পায়জামা ইত্যাদি।
কে ক্র্যাফট
ঈদে কে ক্র্যাফট এনেছে বিশেষ নকশার পোশাক। স্টাইলিশ কিন্তু আরামদায়ক কাট এবং নকশার মাধ্যমে ফুটিয়ে তুলেছে ঈদের আমেজ। সিল্ক, জর্জেট, অরগাঞ্জা কাপড়ে বানানো হয়েছে নানা প্যাটার্নের কুর্তা, টিউনিক, গাউন, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট সেট। এ ছাড়া পাওয়া যাবে এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্ট। গুরুত্ব পেয়েছে শিশুদের সালোয়ার-কামিজ সেট, টপস-স্কার্ট সেট, টপস-পালাজো সেট, ফ্রক, কুর্তা, টপ, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ফতুয়া।
রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রিগ্যাল বেগুনি, ছাই, কপার, ক্রিমসন রেড, জাভা গ্রিন, মেটালিক গ্রিন, ব্ল্যাক, টারকুইজ, নেভি, অরেঞ্জ, পিচ, স্যামন পিংক, ভায়োলেট, ল্যাভেন্ডার, বার্গান্ডি, গোল্ডেন ব্রাউন, পার্ল হোয়াইট, ম্যাজেন্টা।
লা রিভ
ঈদের পার্টি পোশাক ও পাঞ্জাবিতে কারচুপির কাজ করেছে লা রিভ। বিশেষ করে পাঞ্জাবিতে ও নারীদের এথনিক ডিজাইনে কারচুপির মাধ্যমেই প্রিন্ট স্টোরির মোটিফগুলো ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি জ্যাকার্ড স্ট্রেচ, সিল্ক-ভিসকস, জুম আর জ্যাকার্ড ভিসকসের মতো সামার ফেস্টিভিটি উপযোগী কাপড়ের এক্সক্লুসিভ কিউরেশনও করা হয়েছে লা রিভে।