দীপাবলি কেমন উদ্‌যাপন করলেন দেশি তারকারা

গতকাল সোমবার ছিল দীপাবলি উৎসব। আলোর এই উৎসবে অংশ নিয়েছেন দেশি তারকারাও। কেউ নিজের ঘর আলোকিত করেছেন মোমের আলোয়, কেউবা পরিবার নিয়ে গেছেন বিভিন্ন পূজামণ্ডপে। দেখুন, তাঁদের দীপাবলি উদ্‌যাপনের ছবি।

১ / ৮
দীপাবলি উৎসবে একটি পারলারের জন্য বিশেষ শুটে অংশ নেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সিঁথিতে সিঁদুর, ভারী গয়না ও মসলিনের শাড়িতে মিমকে অপূর্ব লাগছিল। চারদিকে আলোর রোশনাইয়ে পরিপূর্ণ দীপাবলির আয়োজন।
ছবি: ফেসবুক থেকে
২ / ৮
হাতে আলতা আর কপালে আলপনা, চিরায়ত পূজার সাজ।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৮
স্ত্রী ও সন্তান নিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার লিটন দাস।
ছবি: ফেসবুক থেকে
৪ / ৮
ফুলের আলপনা আর মোমের আলোয় সাজিয়েছেন ঘর।
ছবি: ফেসবুক থেকে
৫ / ৮
বাড়িতে দীপাবলির প্রস্তুতি নিচ্ছেন নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
ছবি: ফেসবুক থেকে
৬ / ৮
কাঁচা হলুদ রঙের সুতি শাড়ির সঙ্গে কড়ির মালা পরে পূজামণ্ডপে ঘুরে বেড়িয়েছেন পূজা।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৮
স্ত্রী সুপ্রিয়া ঘোষকে নিয়ে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা শাশ্বত দত্ত।
ছবি: ফেসবুক থেকে
৮ / ৮
তারাবাতি জ্বালিয়ে দীপাবলি উদ্‌যাপন করছেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী
ছবি: মন্দিরার সৌজন্যে
আরও পড়ুন