খানবাড়িতে কেমন হলো কাপুরদের দীপাবলি

হোস্ট সাইফ আলী খান ও কারিনা কাপুর। তাই এ বছর পতৌদি–বাড়িতেই বসেছিল কাপুর খানদানদের আলোর উৎসবের পারিবারিক আসর। সাইফ আলী খান, তথা কারিনা কাপুরদের পারিবারিক দীপাবলির পার্টিতে অংশ নেন আলিয়া ভাট, রণবীর কাপুরের মা নীতু কাপুর, কারিশমা কাপুর, সোহা আলী খান, আদর জৈনসহ আরও অনেকে। ছবিতে দেখে নেওয়া যাক।

১ / ৯
সাইফ-কারিনার বাড়িতে তারার মেলা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৯
জমকালো শাড়ি আর কোটিতে দেখা দেন আলিয়া।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৯
কারিনার ফ্যাশন বরাবরই সমাদৃত। ছাইরঙা এই লেহেঙ্গাও মন কেড়েছে ফ্যাশনবোদ্ধাদের।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৯
কারিনার এই লুক সম্পর্কে অনেকেই বলেছেন, অন্য কেউ এই ছাইরঙা সাদামাটা লেহেঙ্গা এত সুন্দর করে ‘ক্যারি’ করতে পারত কি না সন্দেহ!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ৯
ননদ-ভাবি সোহা আলী খান ও কারিনা কাপুর, কে বলবে একজনের বয়স ৪৭ আর আরেকজনের ৪৫!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ৯
সোহা ও সাইফ দুজনই মিলিয়ে পরেছেন একরঙা সিঁদুর–লাল পোশাক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ৯
কন্যা ইনায়ার সঙ্গে সোহা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৮ / ৯
কারিনা কাপুর ও আলিয়া ভাট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ৯
‘কাপুরস অ্যান্ড খানস’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন