আবার আলোচিত কিম কার্ডাশিয়ানের অদ্ভুত সাজপোশাক

১ / ৯
কিম কার্ডাশিয়ান লালগালিচায় হেঁটেছেন, অথচ আলোচনার জন্ম দেননি, এমন ঘটনা বিরল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একাডেমি মিউজিয়াম অব মোশন পিকচারসে অনুষ্ঠিত পঞ্চম একাডেমি মিউজিয়াম গালাতেও আলোচিত হয়েছে তাঁর সাজপোশাক।
ছবি: এএফপি
২ / ৯
ফরাসি ফ্যাশন হাউস মেজন মাজিলার একটি পোশাক বেছে নিয়েছিলেন এই মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব। পরেছিলেন হালকা ন্যুড রঙের একটি গাউন।
ছবি: এএফপি
৩ / ৯
অফ-শোল্ডার গাউনটি লম্বা। ঢেউখেলানো হাতা পোশাকটিকে দিয়েছে রাজকীয় লুক।
ছবি: এএফপি
৪ / ৯
তবে সবচেয়ে আলোচিত অংশ ছিল তাঁর মাস্ক। পাতলা একটি কাপড়ে মুখ ঢেকে রেখেছিলেন কিম।
ছবি: এএফপি
৫ / ৯
গয়নাটাও নজর কাড়ার মতো। ন্যুড গাউনের সঙ্গে ঝলমলে রুপালি গলার হার বেশ একটা বৈপরীত্য তৈরি করেছে। হাতের সবুজ আংটি তাঁর সাজকে করেছে আরও আকর্ষণীয়।
ছবি: এএফপি
৬ / ৯
ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম বলেছেন, মাস্ক পরার সিদ্ধান্ত তিনি নিয়েছেন একেবারে শেষ মুহূর্তে। এমনকি ততক্ষণে তাঁর চুলের স্টাইলিং আর মেকআপও সম্পন্ন হয়ে গিয়েছিল।
ছবি: এএফপি
আরও পড়ুন
৭ / ৯
অথচ এই আয়োজনের জন্যই কিম তাঁর প্রিয় মেকআপ আর্টিস্ট মারিও দেদিভানোভিচকে নিউইয়র্ক থেকে উড়িয়ে এনেছিলেন। কিম হেসে বলেন, ‘আমি নিশ্চিত, ও এতে খুশি হয়নি।’
ছবি: এএফপি
৮ / ৯
যথারীতি কিমের এই সাজ নিয়ে অনলাইনে চলছে নানা আলোচনা। কেউ বলছেন, ‘তিনি আয়োজনের সব আলো কেড়ে নিয়েছেন।’ নেতিবাচক মন্তব্যও করেছেন কেউ কেউ।
ছবি: এএফপি
৯ / ৯
রোলেক্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই গালায় হাজির হয়েছিলেন সেলেনা গোমেজ, ভায়োলা ডেভিস, সিডনি সুইনিসহ বেশ কয়েকজন তারকা।
ছবি: এএফপি
আরও পড়ুন