হাইজমেন যখন জেনেছেন, তাঁর ১২ বছর বয়সী মেয়ে হ্যারিয়েটও একই অসুখে আক্রান্ত, ভীষণ ভেঙে পড়েছিলেন। খুব অপরাধবোধ হচ্ছিল তাঁর। মনে হয়েছিল, তাঁর মাধ্যমেই মেয়ের কাছেও রোগটা ছড়িয়েছে। তবে মেয়েকে অন্তত বছরে পর বছর ভুল রোগ নির্ণয়ে ভুগতে হবে না, এই ভেবে সান্ত্বনা পেয়েছিলেন তিনি।ছবি: এএফপি