তাজা ফুল আর পাতার গয়নায় হলুদের অভিনব সাজ

বিয়ের আসরে এক জায়গায় জবুথবু হয়ে বসে থাকার চেয়ে মুহূর্তগুলো উপভোগ করতেই এখন বেশি আগ্রহী জেনজি প্রজন্ম। তারা সাজেও যোগ করতে চাইছে ব্যক্তিগত পছন্দ। কেউ যদি গায়ে হলুদে তাজা ফুল ও পাতার গয়নায় সাজতে চান, তাহলে দেখে নিতে পারেন এই লুকটি। সাফিয়া সাথীর নকশা করা পোশাক আর সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী ও গয়নার নকশাকার জেরিন তাসনিম খান–এর বানানো গয়নায় একালের বর–কনের সাজ দেখুন।

১ / ১০
হলুদের সাজে ফুলের গয়নাটাই মুখ্য। সেই মত সেজেছেন বিয়ের কনে
মডেল: ইমন ও তাইন। ছবি: কবির হোসেন
২ / ১০
নকশার এই ফটোশুটে বসেই ফুলের গয়না বানালেন সিক্স ইয়ার্ড স্টোরির স্বত্বাধিকারী আর ডিজাইনার জেরিন তাসনিম খান। এমন গয়না পরে সাজতে পারেন একালের বিয়ের কনেরা
মডেল: ইমন ও তাইন। ছবি: কবির হোসেন
৩ / ১০
হলুদ ফুল, বেলি ফুল আর কলাপাতা দিয়ে বানানো হয়েছে মাথা, কান, গলা আর হাতের গয়না
মডেল: তাইন। ছবি: কবির হোসেন
৪ / ১০
সিক্স ইয়ার্ড স্টোরির স্বত্বাধিকারী ও ডিজাইনার জেরিন তাসনিম খান বলছিলেন, তাজা ফুলের আলাদা একটা সৌন্দর্য আছে। জেনজিরা বিয়ের আয়োজন করছেন ছোট পরিসরে, নিজেদের মধ্যে। সেখানে কনেরা ফুল দিয়ে সাজাতে চাইছেন
মডেল: ইমন ও তাইন। ছবি: কবির হোসেন
৫ / ১০
খুব হালকা নকশার লেহেঙ্গা আর গাউনের সঙ্গে একটু ভিন্নধর্মী গয়নাই চাইছেন কনে। পাশাপাশি এই প্রজন্ম যেহেতু পরিবেশসচেতন, তাই নকল ফুল এড়িয়ে চলতে চাচ্ছেন
মডেল: ইমন ও তাইন। ছবি: কবির হোসেন
৬ / ১০
মাঝে নকল ফুলের গয়নার চল ছিল বেশ কয়েক বছর। তবে জেনজিদের মধ্যে সত্তর আর আশির দশকের ধারা অনুসরণ করার একটা চল দেখা যাচ্ছে
মডেল: ইমন ও তাইন। ছবি: কবির হোসেন
আরও পড়ুন
৭ / ১০
আগের দিনের বিয়ের লুক থেকে তাজা ফুলটাকে বেছে নিয়ে সাজছেন একালের কনে
মডেল: তাইন। ছবি: কবির হোসেন
৮ / ১০
মণিপুরি শাড়ি দিয়ে বানানো হয়েছে লেহেঙ্গা আর ব্লাউজ। ওড়নাটি টাই-ডাই করা, গলার কাছে কড়ি বসানো
মডেল: তাইন। ছবি: কবির হোসেন
৯ / ১০
বরের পাঞ্জাবিটিতে টাই-ডাইয়ে আনা হয়েছে হলুদ আর সবুজ রঙের শেড। এক হাতে স্মার্টফোন অন্য হাতে আছে কলাপাতা আর ফুলের ব্যান্ড
মডেল: ইমন। ছবি: কবির হোসেন
১০ / ১০
হলুদ আর সবুজ পোশাকের সঙ্গে পাতার এই গয়না হতে পারে এবারের ট্রেন্ড
মডেল: ইমন ও তাইন। ছবি: কবির হোসেন
আরও পড়ুন