ছাড়ের পোশাক নিয়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ফ্যাশন শো

আজ ২০ আগস্ট থেকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শুরু হলো দুই সপ্তাহব্যাপী ক্লিয়ারেন্স সেল অ্যান্ড ফ্যাশন ফেস্ট ২০২৫। মোট ১০টি ব্র্যান্ডের পোশাক ও জুতা নিয়ে আয়োজিত এই ফেস্টের একঝলক দেখানো হলো ফ্যাশন শোয়ের মাধ্যমে। শপিং মলের লেভেন ১-এ আলাদা ১০টি স্টলে বিক্রি হচ্ছে এসব ছাড়ের পণ্য। তারই একঝলক রইল এখানে।

১ / ৮
দেশি-বিদেশি ১০টি ব্র্যান্ড অংশ নিয়েছে এ আয়োজনে
ছবি: সুরাইয়া সরওয়ার
২ / ৮
শার্ট, পাঞ্জাবি, শিশুদের পোশাক, জুতাসহ বিভিন্ন পণ্য পাবেন স্টলগুলোতে
ছবি: সুরাইয়া সরওয়ার
৩ / ৮
আয়োজনটিতে অংশ নিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ক্লাব হাউস, বন্ড, ইনফিনিটি, শিশু পরিবহন, মেনস ওয়ার্ল্ড, ইরানি বোরকা বাজার, বে, মিনিসো, ক্লাব হাউস ও ফ্রিল্যান্ড
ছবি: সুরাইয়া সরওয়ার
৪ / ৮
প্রতিটি ব্র্যান্ডেই দিচ্ছে বিভিন্ন পণ্যের ওপর ৩০-৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়
ছবি: সুরাইয়া সরওয়ার
৫ / ৮
উদ্বোধন উপলক্ষে আজ বেলা চারটায় ‘টিম নৃত্যছায়া’র ফ্ল্যাশমবের মধ্য দিয়ে শুরু হয় ক্লিয়ারেন্স সেল অ্যান্ড ফ্যাশন ফেস্ট ২০২৫
ছবি: সুরাইয়া সরওয়ার
৬ / ৮
এরপর ফ্যাশন শোর মাধ্যমে একে একে নিজেদের পোশাক তুলে ধরতে থাকে প্রতিটি ব্র্যান্ড শোয়ের শুরুতে দেখা যায়
ছবি: সুরাইয়া সরওয়ার
৭ / ৮
ক্লাব হাউসের পোশাক। মডেলরা তাঁদের এথনিক কালেকশন থেকে লেহেঙ্গা, শেরওয়ানি, ব্লেজার, প্রিন্স কোট পরে হেঁটে আসেন
ছবি: সুরাইয়া সরওয়ার
৮ / ৮
আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ছাড়। এ সময়ের মধ্যে স্টলগুলো থেকে ছাড়ে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা
ছবি: সুরাইয়া সরওয়ার
আরও পড়ুন